TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Jul 16, 2022 | 6:20 PM
এই মুহূর্তে চর্চায় আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী ও মিস ইউনিভার্স সুস্মিতা সেনের প্রেম। টুইটার থেকে ফেসবুক-- ট্রেন্ডিং তাঁরা। ললিত সাফ জানিয়ে দিয়েছেন, খুব শীঘ্রই বিয়ে করবেন তাঁরা। অন্যদিকে সুস্মিতা আবার জানাচ্ছেন, এই মুহূর্তে বিয়ের কোনও পরিকল্পনা তাঁর অন্তত নেই। সে যাই হোক, নিজ ক্ষেত্রে এই দুইজনই প্রতিষ্ঠিত। প্রেমের কাব্যের দুই নায়ক নায়িকার মোট সম্পত্তির পরিমাণ জানলে আপনার চোখ কপালে উঠবে।
সূত্র বলছে, হাতে ছবির সংখ্যা খুব বেশি না হলেও এই মুহূর্তে প্রতি মাসে প্রায় ৬০ লক্ষ টাকা উপার্জন করেন সুস্মিতা। গড়ে তাঁর বার্ষিক আয় ৯ কোটি টাকা।
অন্যদিকে সুস্মিতার সংগ্রহে এমন সব গাড়ি রয়েছে যা হার মানিয়ে দেবে বড় বড় ব্যবসায়ীদেরও। রয়েছে বিমডব্লিউ ৭ সিরিজের ৭৩০ এলডি, বিএমডব্লিউ এক্স ৬, অডি কিউ৭, লেক্সাস এলএক্স ৪৭০-এর মতো বহু মূল্যবান গাড়ি। আর মুম্বইয়ের ভারসোভায় সুস্মিতার ফ্ল্যাটের দাম কত জানেন? তা শুনেও চক্ষু হবে চড়কগাছ!
এই মুহূর্তে ওই আবাসনের দাম প্রায় ৭৪ কোটি টাকা। প্রতি ছবির জন্য সুস্মিতা নেন আনুমানিক ৩ থেকে ৪ কোটি টাকা। অন্যদিকে ব্র্যান্ড এন্ডোরসমেন্টের জন্য তিনি নাকি পেয়ে থাকেন দেড় কোটি টাকা। এ ছাড়াও এক ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মেরও মালিক তিনি। তাঁর সংস্থার নাম 'তন্ত্র এন্টারটেনমেন্ট'।
আর ললিত মোদী? তাঁর সম্পত্তির পরিমাণ তো আকাশছোঁয়া। গডফ্রে ফিলিপস ইন্ডিয়ার এক্সকিউটিভ পরিচালক তিনি। সূত্র বলছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৭০ মিলিয়ন ইউএস ডলার।
আর গাড়ি? ললিতের সংগ্রহে রয়েছে বিএমডব্লিউ ৭ সিরিজ ৭৬০এলআই, ফেরারি এফ১২ বার্লিনেতাসহ বহু মূল্যবান সব গাড়ি। সব মিলিয়ে দুইজনের মোট সম্পত্তির পরিমাণ যে তাক লাগিয়ে দেবে কুবেরের ঐশ্বর্যকেও, তাই ধারণা নেটিজেনদের একটা বড় অংশের।