UEFA Women’s EURO Cup 2022: সংযুক্ত সময়ে গোলের থ্রিলার, সেমিফাইনালে সুইডিশরা

মেয়েদের ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল সুইডেন। ম্যাচের ৯০ মিনিট অবধি দুই দলের প্লেয়ারদের গোলদর্শন হয়নি। অবশেষে সংযুক্ত সময়ে বাজিমাত সুইডেনের। ৯০+২ মিনিটের মাথায় একমাত্র গোলটি করে সুইডিশদের সেমিফাইনালে পৌঁছে দিলেন লিন্ডা সেমব্র্যান্ট।

| Edited By: | Updated on: Jul 23, 2022 | 10:07 AM
মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup) কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে (Belgium) হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল সুইডেন (Sweden)। ম্যাচের ৯০ মিনিট অবধি দুই দলের প্লেয়ারদের গোলদর্শন হয়নি। অবশেষে সংযুক্ত সময়ে বাজিমাত সুইডেনের। ৯০+২ মিনিটের মাথায় একমাত্র গোলটি করে সুইডিশদের সেমিফাইনালে পৌঁছে দিলেন লিন্ডা সেমব্র্যান্ট। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup) কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে (Belgium) হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল সুইডেন (Sweden)। ম্যাচের ৯০ মিনিট অবধি দুই দলের প্লেয়ারদের গোলদর্শন হয়নি। অবশেষে সংযুক্ত সময়ে বাজিমাত সুইডেনের। ৯০+২ মিনিটের মাথায় একমাত্র গোলটি করে সুইডিশদের সেমিফাইনালে পৌঁছে দিলেন লিন্ডা সেমব্র্যান্ট। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

1 / 5
 এই প্রথম বার বেলজিয়াম মেয়েদের ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল। ম্যাচের শুরু থেকেই রেড ফ্লেমসদের চাপে রেখেছিল সুইডিশরা। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

এই প্রথম বার বেলজিয়াম মেয়েদের ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল। ম্যাচের শুরু থেকেই রেড ফ্লেমসদের চাপে রেখেছিল সুইডিশরা। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

2 / 5
প্রথমার্ধে বেশ কয়েকটি ভালো সেভ করেন বেলজিয়ান গোলকিপার নিকি এভারার্ড। প্রথমার্ধে দুই দলের কোনও প্লেয়ারই গোল করতে পারেননি। যার ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

প্রথমার্ধে বেশ কয়েকটি ভালো সেভ করেন বেলজিয়ান গোলকিপার নিকি এভারার্ড। প্রথমার্ধে দুই দলের কোনও প্লেয়ারই গোল করতে পারেননি। যার ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

3 / 5
ম্যাচের ৯০ মিনিট অবধি দুই দলের কোনও প্লেয়ারই গোল পাননি। অবশেষে সংযুক্ত সময়ে গোলের থ্রিলার সুইডেনের। ৯০+২ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন সুইডেনের লিন্ডা সেমব্র্যান্ট (Linda Sembrant)। তাঁর এই গোলেই সুইডিশরা পৌঁছে গেল এ বারের ইউরো কাপের সেমিফাইনালে। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

ম্যাচের ৯০ মিনিট অবধি দুই দলের কোনও প্লেয়ারই গোল পাননি। অবশেষে সংযুক্ত সময়ে গোলের থ্রিলার সুইডেনের। ৯০+২ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন সুইডেনের লিন্ডা সেমব্র্যান্ট (Linda Sembrant)। তাঁর এই গোলেই সুইডিশরা পৌঁছে গেল এ বারের ইউরো কাপের সেমিফাইনালে। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

4 / 5
শেষ চারের লড়াইয়ে সুইডেনের প্রতিপক্ষ ইংল্যান্ড। ২৭ জুলাই ব্রামল লেনে হবে মেয়েদের ইউরো কাপের প্রথম সেমিফাইনাল। এর আগে মেয়েদের ইউরো কাপে ১ বার চ্যাম্পিয়ন হয়েছে সুইডেন। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

শেষ চারের লড়াইয়ে সুইডেনের প্রতিপক্ষ ইংল্যান্ড। ২৭ জুলাই ব্রামল লেনে হবে মেয়েদের ইউরো কাপের প্রথম সেমিফাইনাল। এর আগে মেয়েদের ইউরো কাপে ১ বার চ্যাম্পিয়ন হয়েছে সুইডেন। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

5 / 5
Follow Us: