Sweet potato: মিষ্টি আলু এবার ব্যবহার করুন রূপচর্চার কাজেও

ত্বক আর চুলের জন্য খুবই উপকারী মিষ্টি আলুর এই প্যাক। শীতে রোজ ব্যবহার করলে উপকার পাবেন

| Edited By: | Updated on: Dec 10, 2021 | 10:16 PM
মিষ্টি আলু সিদ্ধ, এক চামচ অলিভ অয়েল আর মধু মিশিয়ে নিন। এবার তা চুলে লাগিয়ে ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে দিন

মিষ্টি আলু সিদ্ধ, এক চামচ অলিভ অয়েল আর মধু মিশিয়ে নিন। এবার তা চুলে লাগিয়ে ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে দিন

1 / 5
মিষ্টি আলুর মধ্যে আছে ভিটামিন সি। যা চুলেরল ঘনত্ব বাড়ায়।

মিষ্টি আলুর মধ্যে আছে ভিটামিন সি। যা চুলেরল ঘনত্ব বাড়ায়।

2 / 5
মিষ্টি আলু সিদ্ধ করে জল না ফেলে ওই জলেই মিশিয়ে নিন আমন্ড অয়েল। এবার এই প্যাক চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু করে নিন।

মিষ্টি আলু সিদ্ধ করে জল না ফেলে ওই জলেই মিশিয়ে নিন আমন্ড অয়েল। এবার এই প্যাক চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু করে নিন।

3 / 5
 মিষ্টি আলু সিদ্ধ আর মধু একসঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন। এত কিন্তু ত্বকে দাগ ছোপ পড়বে না।

মিষ্টি আলু সিদ্ধ আর মধু একসঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন। এত কিন্তু ত্বকে দাগ ছোপ পড়বে না।

4 / 5
যাঁদের চুল শুষ্ক তাঁরা এই প্যাক ব্যবহার করলে ভাল ফল পাবেন

যাঁদের চুল শুষ্ক তাঁরা এই প্যাক ব্যবহার করলে ভাল ফল পাবেন

5 / 5
Follow Us: