Swiggy: সুইগিতে ‘মা’ অর্ডার হয়েছে ৭ হাজার বার, আর অন্তর্বাস? শুনলে ‘কান’ কপালে উঠবে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 19, 2022 | 11:56 AM

Swiggy Search History: তবে সবথেকে অদ্ভুত যে সার্চ, সেটি হল 'মম্মি' অর্থাৎ সুইগির ইন্সটামার্টে মায়ের খোঁজ করেছেন। তাও আবার সেটা এক বা দুইবার নয়, বছরজুড়ে মোট ৭২৭৫ বার মায়ের খোঁজ করা হয়েছে।

1 / 9
নয়া দিল্লি: বছরের শেষভাগে পৌঁছতেই বিভিন্ন সংস্থার তরফে প্রকাশ করা হচ্ছে তাদের বার্ষিক রিপোর্ট। এর ব্যতিক্রম নয় সুইগিও। গত শুক্রবারই অনলাইন খাবার ডেলিভারি প্ল্যাটফর্মের তরফে তাদের বার্ষিক ট্রেন্ডের রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেখানেই উঠে এসেছে অনলাইন ডেলিভারি অ্যাপে কী কী অদ্ভুত পণ্য বা বিষয় সার্চ করেন গ্রাহকরা।

নয়া দিল্লি: বছরের শেষভাগে পৌঁছতেই বিভিন্ন সংস্থার তরফে প্রকাশ করা হচ্ছে তাদের বার্ষিক রিপোর্ট। এর ব্যতিক্রম নয় সুইগিও। গত শুক্রবারই অনলাইন খাবার ডেলিভারি প্ল্যাটফর্মের তরফে তাদের বার্ষিক ট্রেন্ডের রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেখানেই উঠে এসেছে অনলাইন ডেলিভারি অ্যাপে কী কী অদ্ভুত পণ্য বা বিষয় সার্চ করেন গ্রাহকরা।

2 / 9
বাড়ির দোরগোড়ায় খাবার পৌঁছে দেওয়ার জন্য ফুড ডেলিভারি অ্যাপ্লিকেশনগুলির কোনও তুলনা নেই। ফুড ডেলিভারি অ্যাপ সুইগি তাদের বর্ষশেষ ও বর্ষবরণের উৎসবের মাঝে কত খাবার ডেলিভারি হয়েছে, তার তথ্য প্রকাশ করল। সুইগির তরফে জানানো হল, শনিবার, ৩১ ডিসেম্বর তাদের অ্যাপে সবথেকে বেশি বিরিয়ানি অর্ডার হয়েছে। অর্ডারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পিৎজা।  

বাড়ির দোরগোড়ায় খাবার পৌঁছে দেওয়ার জন্য ফুড ডেলিভারি অ্যাপ্লিকেশনগুলির কোনও তুলনা নেই। ফুড ডেলিভারি অ্যাপ সুইগি তাদের বর্ষশেষ ও বর্ষবরণের উৎসবের মাঝে কত খাবার ডেলিভারি হয়েছে, তার তথ্য প্রকাশ করল। সুইগির তরফে জানানো হল, শনিবার, ৩১ ডিসেম্বর তাদের অ্যাপে সবথেকে বেশি বিরিয়ানি অর্ডার হয়েছে। অর্ডারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পিৎজা।  

3 / 9
যেমন পেট্রোল। সুইগির ইন্সটামার্টে প্রায় ৫৯৮১ বার সার্চ করা হয়েছে পেট্রোল।

যেমন পেট্রোল। সুইগির ইন্সটামার্টে প্রায় ৫৯৮১ বার সার্চ করা হয়েছে পেট্রোল।

4 / 9
৮৮১০ বার গ্রাহকেরা অন্তর্বাস সার্চ করেছেন কেনার জন্য। সোফা থেকে শুরু করে বিছানা, এই সমস্ত জিনিসও সার্চ করা হয়েছে সুইগির ইন্সটামার্টে।

৮৮১০ বার গ্রাহকেরা অন্তর্বাস সার্চ করেছেন কেনার জন্য। সোফা থেকে শুরু করে বিছানা, এই সমস্ত জিনিসও সার্চ করা হয়েছে সুইগির ইন্সটামার্টে।

5 / 9
তবে সবথেকে অদ্ভুত যে সার্চ, সেটি হল 'মম্মি' অর্থাৎ সুইগির ইন্সটামার্টে মায়ের খোঁজ করেছেন। তাও আবার সেটা এক বা দুইবার নয়, বছরজুড়ে মোট ৭২৭৫ বার মায়ের খোঁজ করা হয়েছে।

তবে সবথেকে অদ্ভুত যে সার্চ, সেটি হল 'মম্মি' অর্থাৎ সুইগির ইন্সটামার্টে মায়ের খোঁজ করেছেন। তাও আবার সেটা এক বা দুইবার নয়, বছরজুড়ে মোট ৭২৭৫ বার মায়ের খোঁজ করা হয়েছে।

6 / 9
অদ্ভুত এই সার্চ হিস্ট্রি দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে। একজন ইন্টারনেট ব্যবহারকারী প্রশ্ন করেছেন, "কার তৎক্ষণাৎ অন্তর্বাসের প্রয়োজন? আর তিনি যদি অন্তর্বাস না পরে থাকেন বা নোংরা করে ফেলেন, তবে তারা কীভাবে ডেলিভারি নেবেন?"

অদ্ভুত এই সার্চ হিস্ট্রি দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে। একজন ইন্টারনেট ব্যবহারকারী প্রশ্ন করেছেন, "কার তৎক্ষণাৎ অন্তর্বাসের প্রয়োজন? আর তিনি যদি অন্তর্বাস না পরে থাকেন বা নোংরা করে ফেলেন, তবে তারা কীভাবে ডেলিভারি নেবেন?"

7 / 9
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

8 / 9
সুইগি খাবার ডেলিভারির ক্ষেত্রে বিগত ৬ বছর ধরেই সবথেকে বেশিবার  সার্চ হওয়া খাবার ছিল বিরিয়ানি। এবারও তার ব্যতিক্রম হয়নি। ২০২২ সালে প্রতি মিনিটে ১৩৭বার বিরিয়ানি অর্ডার করা হয়েছে।

সুইগি খাবার ডেলিভারির ক্ষেত্রে বিগত ৬ বছর ধরেই সবথেকে বেশিবার  সার্চ হওয়া খাবার ছিল বিরিয়ানি। এবারও তার ব্যতিক্রম হয়নি। ২০২২ সালে প্রতি মিনিটে ১৩৭বার বিরিয়ানি অর্ডার করা হয়েছে।

9 / 9
সুইগিতে চলতি বছরে ৩.৬ কোটি চিপসের প্যাকেট অর্ডার করা হয়েছে।

সুইগিতে চলতি বছরে ৩.৬ কোটি চিপসের প্যাকেট অর্ডার করা হয়েছে।

Next Photo Gallery