Shooting World Cup: শুটিং বিশ্বকাপে অর্জুনদের সোনা-মেহুলিদের রুপো, ভারতের পদকসংখ্যা আটে পৌঁছল
দক্ষিণ কোরিয়ার চ্যাঙওয়ানে চলছে শুটিং বিশ্বকাপ। বৃহস্পতিবার একটি সোনাসহ চারটি পদক পেল ভারত। বুধবার ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টের ফাইনালে শাহু তুষার মানেকে সঙ্গে নিয়ে বাংলার মেয়ে মেহুলি ঘোষ সোনা জিতেছিলেন। আজ, ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে সোনা জিতেছেন ভারতের পুরুষরা। এবং ওই বিভাগে রুপো পেয়েছেন মেহুলিরা। পাশাপাশি ১০ মিটার এয়ার পিস্তলের দলগত বিভাগে ভারতের পুরুষ ও মহিলা দল রুপো পেয়েছে।
Most Read Stories