TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 17, 2023 | 1:14 PM
শ্রীলঙ্কাকে (Sri Lanka) হোয়াইট ওয়াশ করে পরবর্তী লড়়াইয়ের জন্য হায়দরাবাদে উড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। ছবি: টুইটার
শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে সাফল্য এসেছে ভারতের। টি২০ সিরিজে ২-১ ব্যবধানে জেতার পর, ওডিআই সিরিজে লঙ্কানদের ক্লিন সুইপ করে মেন ইন ব্লু। তেইশের শুরুতে শানাকাদের একেবারে ল্যাজে গোবোরে করে ছেড়েছে কোহলিরা। ছবি: টুইটার
আগামীকাল বুধবার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু করবে রোহিতের ভারত। ছবি: টুইটার
ইতিমধ্যেই হায়দরাবাদে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। রাজীব গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্টে দেখা গিয়েছে রোহিত বাহিনীকে। ছবি: টুইটার
হায়দরাবাদ পৌঁছেই বিখ্যাত সিনেমা আরআরআর-এর নায়ক জুনিয়র এনটিআরের সঙ্গে দেখা করল টিম ইন্ডিয়ার সদস্যরা। ছবি: টুইটার
বিশ্বমঞ্চে সম্মানিত হয়েছে পরিচালক রাজা মৌলির ছবি আরআরআর। বিশ্বদরবারে ভারতীয় ছবির এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। ছবি: টুইটার
এ বার আরআরআর-এর সাফল্য উদযাপনে সামিল হল মেন ইন ব্লু। দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরের সঙ্গে দেখা গেল ভারতীয় দলের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল, শুভমন গিল, সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণদের। ছবি: টুইটার
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সঙ্গে জুনিয়র এনটিআরের সঙ্গে সাক্ষাতের ছবি। ছবির নীচে কমেন্টের ঝড় তুলছেন অনুরাগীরা। ছবি: টুইটার