India vs Sri Lanka: নবাবদের শহরে হাজির রোহিতব্রিগেড

মিশন ক্যারিবিয়ান কমপ্লিট। এ বার টিম ইন্ডিয়ার (Team India) লক্ষ্য লঙ্কানবধ। সেই লক্ষ্যে পৌঁছতেই নবাবদের শহরে পা রাখলেন রোহিত শর্মারা। আমেদাবাদে একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর, কলকাতাতে টি-২০ সিরিজেও কায়রন পোলার্ডদের হোয়াইটওয়াশ করেছে রোহিত শর্মার ভারত। এ বার ভারতের সামনে রয়েছে শ্রীলঙ্কা (India vs Sri Lanka)। ২৪ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ শুরু। এর পর ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। লঙ্কানদের সঙ্গে দুটো টেস্ট খেলবে ভারত।

| Edited By: | Updated on: Feb 22, 2022 | 2:08 PM
ওয়েস্ট ইন্ডিজকে সীমিত ওভারের সিরিজে ধুয়েমুছে সাফ করে দেওয়ার পর রাহুল দ্রাবিড়ের ছেলেদের লক্ষ্য লঙ্কানবধ। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিও স্ক্রিনশট)

ওয়েস্ট ইন্ডিজকে সীমিত ওভারের সিরিজে ধুয়েমুছে সাফ করে দেওয়ার পর রাহুল দ্রাবিড়ের ছেলেদের লক্ষ্য লঙ্কানবধ। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিও স্ক্রিনশট)

1 / 6
শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজে দেখা যাবে রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরাকে। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিও স্ক্রিনশট)

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজে দেখা যাবে রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরাকে। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিও স্ক্রিনশট)

2 / 6
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। তবে সেভাবে কাজে লাগাতে পারেননি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজেও ভারতীয় দলে রয়েছেন শ্রেয়স। সেখানে কী করেন তিনি, সেদিকে নজর থাকবে। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিও স্ক্রিনশট)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। তবে সেভাবে কাজে লাগাতে পারেননি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজেও ভারতীয় দলে রয়েছেন শ্রেয়স। সেখানে কী করেন তিনি, সেদিকে নজর থাকবে। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিও স্ক্রিনশট)

3 / 6
সুযোগ পেয়ে একটু খানি ক্যারাম খেলে নিলেন ভারতের তরুণ ক্রিকেটার ঈশান কিষাণ। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিও স্ক্রিনশট)

সুযোগ পেয়ে একটু খানি ক্যারাম খেলে নিলেন ভারতের তরুণ ক্রিকেটার ঈশান কিষাণ। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিও স্ক্রিনশট)

4 / 6
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জ্বলে উঠেছিল সূর্যকুমার যাদবের ব্যাট। লঙ্কানদের বিরুদ্ধেও একই ছন্দে তাঁকে দেখতে চায় ক্রিকেটপ্রেমীরা। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিও স্ক্রিনশট)

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জ্বলে উঠেছিল সূর্যকুমার যাদবের ব্যাট। লঙ্কানদের বিরুদ্ধেও একই ছন্দে তাঁকে দেখতে চায় ক্রিকেটপ্রেমীরা। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিও স্ক্রিনশট)

5 / 6
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে, ভারতের পূর্ণ সময়ের টেস্ট দলের নেতা হিসেবে সফর শুরু হবে রোহিত শর্মার। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিও স্ক্রিনশট)

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে, ভারতের পূর্ণ সময়ের টেস্ট দলের নেতা হিসেবে সফর শুরু হবে রোহিত শর্মার। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিও স্ক্রিনশট)

6 / 6
Follow Us: