Bangla News Photo gallery Team India reached Kolkata for 2nd ODI against Sri Lanka, after reach Team hotel whole team celebrate head coach Rahul Dravid Birthday
IND vs SL: ৫০তম জন্মদিনে কলকাতায় দ্রাবিড়, সেলিব্রেশনে মাতল মেন ইন ব্লু
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 11, 2023 | 8:38 PM
Rahul Dravid Birthday: কলকাতায় পৌঁছে গেল মেন ইন ব্লু। বৃহস্পতিবার, ১২ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচ রয়েছে ভারতের। আজ, রোহিত শর্মাদের হেড কোচ রাহুল দ্রাবিড়ের ৫০তম জন্মদিন। কলকাতায় পৌঁছেই দ্রাবিড়ের জন্মদিনের সেলিব্রেশনে মাতল টিম ইন্ডিয়া।
1 / 7
তিলোত্তমায় পৌঁছে গেল মেন ইন ব্লু। আজ, রোহিত শর্মাদের হেড কোচ রাহুল দ্রাবিড়ের ৫০তম জন্মদিন। কলকাতায় পৌঁছেই টিম হোটেলে দ্রাবিড়ের জন্মদিনের সেলিব্রেশনে মাতল টিম ইন্ডিয়া। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিয়ো স্ক্রিনশট)
2 / 7
আগামীকাল, বৃহস্পতিবার ১২ জানুয়ারি রয়েছে ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় ওডিআই ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেন্সে রয়েছে তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিয়ো স্ক্রিনশট)
3 / 7
কলকাতায় ভারতীয় দলের টিম বাস পৌঁছনোর এক ভিডিয়ো শেয়ার করেছে বিসিসিআই। সেই ভিডিয়োতে দেখা যায়, বাস থেকে প্রথমেই নামছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সঙ্গে রয়েছেন হেড কোচ রাহুল দ্রাবিড়। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিয়ো স্ক্রিনশট)
4 / 7
একে একে ভারতীয় ক্রিকেটারদের দেখা যায় টিম বাস থেকে নামতে। প্রথম ওডিআই ম্যাচে ভালো রান করা ওপেনার শুভমন গিল, সূর্যকুমার যাদবকেও দেখা গিয়েছে টিম হোটেলে প্রবেশ করতে। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিয়ো স্ক্রিনশট)
5 / 7
নতুন বছরের শুরুতে ইডেনে ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথ দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা। ছয় বছর পর ইডেনে ওডিআই ম্যাচ হচ্ছে। উল্লেখ্য, দলের সঙ্গে আসেননি বিরাট কোহলি। আজ, তাঁর মেয়ে ভামিকার দু'বছরের জন্মদিন। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিয়ো স্ক্রিনশট)
6 / 7
কলকাতায় পা রেখে, টিম হোটেলে পৌঁছেই হ্যাপি বার্থডে লেখা ফ্রুট ও চকলেট কেক কাটেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিয়ো স্ক্রিনশট)
7 / 7
দ্রাবিড়ের জন্মদিনের সেলিব্রেশনে উপস্থিত ছিলেন মেন ইন ব্লুর তারকা ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফরা। বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিয়োতে ঈশান কিষাণ-লোকেশ রাহুলদের দ্রাবিড়কে উইশ করতে দেখা গিয়েছে। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিয়ো স্ক্রিনশট)