ভারতের তারকা ক্রিকেটার অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) আজ ৩৪-এ পা দিলেন। ২০১১ সালের অগস্টে দেশের হয়ে টি-২০ ক্রিকেটে অভিষেক হয় রাহানের। একই বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক স্তরে ওয়ান ডে ক্রিকেটেও হাতেখড়ি জিঙ্কসের। সাদা জার্সিতে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয় রাহানের। সীমিত ওভারের ফর্ম্যাটে দেশের হয়ে আর রাহানেকে বর্তমানে দেখা না গেলেও টেস্টে ভারতীয় দলের ভরসা হয়ে উঠেছিলেন রাহানে। তবে চলতি বছরের শুরুতে প্রোটিয়া সিরিজে সেই অর্থে ছাপ ফেলতে না পারায় জাতীয় দলে তাঁর এখনও কামব্যাক হয়নি।