Mukesh Kumar: ভারতীয় দলের পেসার মুকেশ কুমারের এনগেজমেন্ট, দেখুন ছবি

Mukesh Kumar Engagement: বাগদান পর্ব সম্পূর্ণ হল ভারতীয় দল তথা বাংলা দলের পেসার মুকেশ কুমারের। সদ্য রঞ্জি ট্রফি রানার্স হয়েছে বাংলা দল। এরপরই এনগেজমেন্ট পর্ব সম্পূর্ণ করলেন মুকেশ। গত কয়েক বছর ধরেই মাঠে দারুণ ছন্দে। গত বছর ভারত এ দলে সুযোগ পান। দুর্দান্ত পারফরম্য়ান্সে ভারত সিনিয়র দলেও ডাক আসে। অভিষেক না হলেও জাতীয় দলের পরিকল্পনায় রয়েছেন মুকেশ। এ বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলতে দেখা যাবে তাঁকে। ৫ কোটির বেশি দামে মুকেশ কুমারকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

| Edited By: | Updated on: Feb 26, 2023 | 9:29 AM
বাগদান পর্ব সম্পূর্ণ হল ভারতীয় দল তথা বাংলা দলের পেসার মুকেশ কুমারের। সদ্য রঞ্জি ট্রফি রানার্স হয়েছে বাংলা দল। এরপরই এনগেজমেন্ট পর্ব সম্পূর্ণ করলেন মুকেশ। (ছবি: ইন্সটাগ্রাম)

বাগদান পর্ব সম্পূর্ণ হল ভারতীয় দল তথা বাংলা দলের পেসার মুকেশ কুমারের। সদ্য রঞ্জি ট্রফি রানার্স হয়েছে বাংলা দল। এরপরই এনগেজমেন্ট পর্ব সম্পূর্ণ করলেন মুকেশ। (ছবি: ইন্সটাগ্রাম)

1 / 8
গত কয়েক বছর ধরেই মাঠে দারুণ ছন্দে। গত বছর ভারত এ দলে সুযোগ পান। দুর্দান্ত পারফরম্য়ান্সে ভারত সিনিয়র দলেও ডাক আসে। অভিষেক না হলেও জাতীয় দলের পরিকল্পনায় রয়েছেন মুকেশ। (ছবি: ইন্সটাগ্রাম)

গত কয়েক বছর ধরেই মাঠে দারুণ ছন্দে। গত বছর ভারত এ দলে সুযোগ পান। দুর্দান্ত পারফরম্য়ান্সে ভারত সিনিয়র দলেও ডাক আসে। অভিষেক না হলেও জাতীয় দলের পরিকল্পনায় রয়েছেন মুকেশ। (ছবি: ইন্সটাগ্রাম)

2 / 8
এ বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলতে দেখা যাবে তাঁকে। ৫ কোটির বেশি দামে মুকেশ কুমারকে নিয়েছে দিল্লি ক্য়াপিটালস। (ছবি: ইন্সটাগ্রাম)

এ বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলতে দেখা যাবে তাঁকে। ৫ কোটির বেশি দামে মুকেশ কুমারকে নিয়েছে দিল্লি ক্য়াপিটালস। (ছবি: ইন্সটাগ্রাম)

3 / 8
বিহারের গোপালগঞ্জে তাঁর পৈতৃক বাড়ি। দীর্ঘ কয়েক বছর ধরেই বাংলায় রয়েছেন। এখানে ক্লাব ক্রিকেট খেলে উত্থান। বাংলা দলের পেস বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য় মুকেশ। (ছবি: ইন্সটাগ্রাম)

বিহারের গোপালগঞ্জে তাঁর পৈতৃক বাড়ি। দীর্ঘ কয়েক বছর ধরেই বাংলায় রয়েছেন। এখানে ক্লাব ক্রিকেট খেলে উত্থান। বাংলা দলের পেস বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য় মুকেশ। (ছবি: ইন্সটাগ্রাম)

4 / 8
আইপিএলের জন্য় এখনই বিয়ে সারছেন না মুকেশ। গত বছর দিল্লি ক্য়াপিটালসের রিজার্ভে ছিলেন। এ বার সরাসরি দলে সুযোগ পেয়েছেন। আইপিএলের পরই হয়তো বিয়েটাও সেরে নেবেন মুকেশ কুমার। (ছবি: ইন্সটাগ্রাম)

আইপিএলের জন্য় এখনই বিয়ে সারছেন না মুকেশ। গত বছর দিল্লি ক্য়াপিটালসের রিজার্ভে ছিলেন। এ বার সরাসরি দলে সুযোগ পেয়েছেন। আইপিএলের পরই হয়তো বিয়েটাও সেরে নেবেন মুকেশ কুমার। (ছবি: ইন্সটাগ্রাম)

5 / 8
মুকেশ কুমারের বাগদত্তা দিব্য়া সিং বিহারের ছাপরার বাসিন্দা। মুকেশ-দিব্য়ার এনগেজমেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট ব্য়ক্তি। গোপালগঞ্জের জেলাশাসক নবল কিশোর চৌধুরী, এসডিএম প্রদীপ কুমার, এসডিপিও সঞ্জীব কুমাররা ছিলেন। (ছবি: ইন্সটাগ্রাম)

মুকেশ কুমারের বাগদত্তা দিব্য়া সিং বিহারের ছাপরার বাসিন্দা। মুকেশ-দিব্য়ার এনগেজমেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট ব্য়ক্তি। গোপালগঞ্জের জেলাশাসক নবল কিশোর চৌধুরী, এসডিএম প্রদীপ কুমার, এসডিপিও সঞ্জীব কুমাররা ছিলেন। (ছবি: ইন্সটাগ্রাম)

6 / 8
বিশিষ্ট ব্য়ক্তিদের পাশাপাশি ছিলেন তাঁর পরিবার, আত্মীয় এবং বন্ধুরা। ধুমধামেই এনগেজমেন্ট পর্ব সারলেন ভারতীয় দলের এই ক্রিকেটার। আঙটি পরানোর পর দু-জনে ডান্স ফ্লোরও মাতালেন। (ছবি: ইন্সটাগ্রাম)

বিশিষ্ট ব্য়ক্তিদের পাশাপাশি ছিলেন তাঁর পরিবার, আত্মীয় এবং বন্ধুরা। ধুমধামেই এনগেজমেন্ট পর্ব সারলেন ভারতীয় দলের এই ক্রিকেটার। আঙটি পরানোর পর দু-জনে ডান্স ফ্লোরও মাতালেন। (ছবি: ইন্সটাগ্রাম)

7 / 8
এনগেজমেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত এ দল তথা বাংলা দলে মুকেশের বর্তমান সদস্য় অভিমন্য়ু ঈশ্বরণ এবং প্রাক্তন সতীর্থ শ্রীবৎস গোস্বামী। (ছবি: ইন্সটাগ্রাম)

এনগেজমেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত এ দল তথা বাংলা দলে মুকেশের বর্তমান সদস্য় অভিমন্য়ু ঈশ্বরণ এবং প্রাক্তন সতীর্থ শ্রীবৎস গোস্বামী। (ছবি: ইন্সটাগ্রাম)

8 / 8
Follow Us: