অনলাইন গেমে ফাঁদ পেতেছে হ্যাকাররা, এই সতর্কতা না মানলেই নয়..

Online Gaming Tips: অনেকেই কম্পিউটার, কনসোল, জয় স্টিক ব্য়বহার করেন গেম খেলার জন্য়। কিন্তু সেই সব কিছুই দাম অনেক বেশি। তবে যাতেই খেলুন না কেন, অনলাইন গেম খেলার সময় কিন্তু অনেক বিষয় মাথায় রাখা প্রয়োজন। কীভাবে গেম খেলার সময় নিজেদের সুরক্ষিত রাখবেন? জেনে নিন কিছু সহজ টিপস।

| Updated on: Feb 21, 2024 | 7:00 PM
আজকাল অনলাইন গেমে আসক্ত বহু মানুষই। অবসর সময়ে অনেকেই গেমের মধ্যে দিয়েই আনন্দ খুঁজে পান। তার উপর এখন আবার এমন অনেক গেম রয়েছে, যেগুলিতে কোনও নির্দিষ্ট খেলার উপর আপনি টাকা ঢালতে পারবেন।

আজকাল অনলাইন গেমে আসক্ত বহু মানুষই। অবসর সময়ে অনেকেই গেমের মধ্যে দিয়েই আনন্দ খুঁজে পান। তার উপর এখন আবার এমন অনেক গেম রয়েছে, যেগুলিতে কোনও নির্দিষ্ট খেলার উপর আপনি টাকা ঢালতে পারবেন।

1 / 8
অনেকেই কম্পিউটার, কনসোল, জয় স্টিক ব্য়বহার করেন গেম খেলার জন্য়। কিন্তু সেই সব কিছুই দাম অনেক বেশি। তবে যাতেই খেলুন না কেন, অনলাইন গেম খেলার সময় কিন্তু অনেক বিষয় মাথায় রাখা প্রয়োজন।

অনেকেই কম্পিউটার, কনসোল, জয় স্টিক ব্য়বহার করেন গেম খেলার জন্য়। কিন্তু সেই সব কিছুই দাম অনেক বেশি। তবে যাতেই খেলুন না কেন, অনলাইন গেম খেলার সময় কিন্তু অনেক বিষয় মাথায় রাখা প্রয়োজন।

2 / 8
কারণ নিমেষের মধ্যে আপনার যাবতীয় ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে এক অপরিচিতর কাছে। তাহলে গেমারদের ব্যক্তিগত তথ্য কি আর সুরক্ষিত থাকছে? উত্তর হল একেবারেই না। আর তা তো আপনি নিজেও জানেন।

কারণ নিমেষের মধ্যে আপনার যাবতীয় ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে এক অপরিচিতর কাছে। তাহলে গেমারদের ব্যক্তিগত তথ্য কি আর সুরক্ষিত থাকছে? উত্তর হল একেবারেই না। আর তা তো আপনি নিজেও জানেন।

3 / 8
তাহলে উপায় কী? কীভাবে গেম খেলার সময় নিজেদের সুরক্ষিত রাখবেন? জেনে নিন কিছু সহজ টিপস। এই সব কিছু মেনে চললেই অনলাইন গেম খেলার সময় আর কোনও কিছুর ফাঁদে পড়বেন না আপনি।

তাহলে উপায় কী? কীভাবে গেম খেলার সময় নিজেদের সুরক্ষিত রাখবেন? জেনে নিন কিছু সহজ টিপস। এই সব কিছু মেনে চললেই অনলাইন গেম খেলার সময় আর কোনও কিছুর ফাঁদে পড়বেন না আপনি।

4 / 8
গেম খেলার সময় চ্যাট কিংবা অনলাইনে টাকাপয়সার লেনদেন করবেন না। জিমেল-ফেসবুক লগ ইন করে গেম খেলবেন না। পাসওয়ার্ড কোনওভাবেই সেভ রাখবেন না। পাসওয়ার্ড ব্যবহার করেই সোশ্যাল মিডিয়া লগ-ইন করবেন।

গেম খেলার সময় চ্যাট কিংবা অনলাইনে টাকাপয়সার লেনদেন করবেন না। জিমেল-ফেসবুক লগ ইন করে গেম খেলবেন না। পাসওয়ার্ড কোনওভাবেই সেভ রাখবেন না। পাসওয়ার্ড ব্যবহার করেই সোশ্যাল মিডিয়া লগ-ইন করবেন।

5 / 8
লাইসেনসড্ অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করবেন। যখন মোবাইলে গেম খেলছেন না। ওয়াইফাই, ইন্টারনেট ডেটা এমনকি ব্লুটুথও অফ রাখবেন। সব কানেক্টিভিটি বন্ধ রাখতে হবে।

লাইসেনসড্ অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করবেন। যখন মোবাইলে গেম খেলছেন না। ওয়াইফাই, ইন্টারনেট ডেটা এমনকি ব্লুটুথও অফ রাখবেন। সব কানেক্টিভিটি বন্ধ রাখতে হবে।

6 / 8
কারণ অনেক সময় এমন হয় আপনি টেরও পাননি, প্রচুর পরিমাণে ডেটা ট্রান্সফার হয়ে গিয়েছে। খেলার সময় কোনও পপ আপ অথবা কোনও লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না।

কারণ অনেক সময় এমন হয় আপনি টেরও পাননি, প্রচুর পরিমাণে ডেটা ট্রান্সফার হয়ে গিয়েছে। খেলার সময় কোনও পপ আপ অথবা কোনও লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না।

7 / 8
আপনার সন্তান যদি মোবাইল ব্যবহার করে। তাহলে অবশ্যই প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপের ইনস্টল করে নিন। আপনার বাচ্চা কী দেখছে, ফোনে কী করছে তা আপনি জানতে পারবেন।

আপনার সন্তান যদি মোবাইল ব্যবহার করে। তাহলে অবশ্যই প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপের ইনস্টল করে নিন। আপনার বাচ্চা কী দেখছে, ফোনে কী করছে তা আপনি জানতে পারবেন।

8 / 8
Follow Us: