Petra Kvitova-Jiri Vanek: প্রিয় উইম্বলডনে কোচের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেললেন পেত্রা কিতোভা

সিনসিনাটি মাস্টার্সের রানার্স হওয়ার পর, চেক প্রজাতন্ত্রের পেত্রা কিতোভা পৌঁছে যান উইম্বলডনে। না এখন সেখানে টুর্নামেন্ট চলছে না। আসলে, নিজের বিশেষ জায়গায় গিয়ে, নতুন জীবনের শুভ সূচনা করলেন পেত্রা। দু'বারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা অল ইংল্যান্ড টেনিস ক্লাবে গিয়ে তাঁর কোচ জিরি ভানেকের সঙ্গে এনগেজমেন্ট সেরে নিলেন।

| Edited By: | Updated on: Aug 25, 2022 | 11:35 AM
সিনসিনাটি মাস্টার্সের রানার্স হওয়ার পর, চেক প্রজাতন্ত্রের পেত্রা কিতোভা (Petra Kvitova) পৌঁছে যান উইম্বলডনে। না এখন সেখানে টুর্নামেন্ট চলছে না। তা হলে সেখানে কেন পেত্রা? আসলে, নিজের বিশেষ জায়গায় গিয়ে, নতুন জীবনের শুভ সূচনা করলেন পেত্রা। (ছবি-টুইটার)

সিনসিনাটি মাস্টার্সের রানার্স হওয়ার পর, চেক প্রজাতন্ত্রের পেত্রা কিতোভা (Petra Kvitova) পৌঁছে যান উইম্বলডনে। না এখন সেখানে টুর্নামেন্ট চলছে না। তা হলে সেখানে কেন পেত্রা? আসলে, নিজের বিশেষ জায়গায় গিয়ে, নতুন জীবনের শুভ সূচনা করলেন পেত্রা। (ছবি-টুইটার)

1 / 5
দু'বারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা অল ইংল্যান্ড টেনিস ক্লাবে গিয়ে, তাঁর কোচ জিরি ভানেকের (Jiri Vanek) সঙ্গে এনগেজমেন্ট সেরে নিলেন। এবং সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই সুখবর জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা। (ছবি-টুইটার)

দু'বারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা অল ইংল্যান্ড টেনিস ক্লাবে গিয়ে, তাঁর কোচ জিরি ভানেকের (Jiri Vanek) সঙ্গে এনগেজমেন্ট সেরে নিলেন। এবং সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই সুখবর জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা। (ছবি-টুইটার)

2 / 5
সোশ্যাল মিডিয়ায় পেত্রা তাঁদের এনগেজমেন্টের কথা জানান এক ছবি পোস্ট করে। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "সকলের সঙ্গে আমি একটা খুশির খবর ভাগ করে নিতে চাই। আমি নিজের প্রিয় জায়গায় হ্যাঁ বলেছি।" (ছবি-পেত্রা কিতোভা টুইটার)

সোশ্যাল মিডিয়ায় পেত্রা তাঁদের এনগেজমেন্টের কথা জানান এক ছবি পোস্ট করে। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "সকলের সঙ্গে আমি একটা খুশির খবর ভাগ করে নিতে চাই। আমি নিজের প্রিয় জায়গায় হ্যাঁ বলেছি।" (ছবি-পেত্রা কিতোভা টুইটার)

3 / 5
সদ্য শেষ হওয়া সিনসিনাটি মাস্টার্সে ক্যারোলিন গার্সিয়ার কাছে হেরে যান চেক প্রজাতন্ত্রের পেত্রা কিতোভা। তবে রানার্স হয়েও তিনি হতাশ হননি। উল্লেখ্য চলতি বছরে তাঁর বিশ্ব ব়্যাঙ্কিং ছিল ৩৪। সেখান থেকে তিনি ২১ নম্বরে উঠে এসেছেন। (ছবি-পেত্রা কিতোভা টুইটার)

সদ্য শেষ হওয়া সিনসিনাটি মাস্টার্সে ক্যারোলিন গার্সিয়ার কাছে হেরে যান চেক প্রজাতন্ত্রের পেত্রা কিতোভা। তবে রানার্স হয়েও তিনি হতাশ হননি। উল্লেখ্য চলতি বছরে তাঁর বিশ্ব ব়্যাঙ্কিং ছিল ৩৪। সেখান থেকে তিনি ২১ নম্বরে উঠে এসেছেন। (ছবি-পেত্রা কিতোভা টুইটার)

4 / 5
২০১৬ সাল থেকে পেত্রা কিতোভার কোচ জিরি ভানেক। এরপর ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ভানেক একজন প্রাক্তন পেশাদার টেনিস প্লেয়ার। তিনি ২০০০ সালে সিডনি অলিম্পিকে অংশ নিয়েছিলেন। এবং ২০১১ সালে তিনি অবসর নেন। তাঁর কোচিংয়ে পেত্রা একবার গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠেছিলেন এবং ২০১৯ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও পৌঁছেছিলেন। (ছবি-টুইটার)

২০১৬ সাল থেকে পেত্রা কিতোভার কোচ জিরি ভানেক। এরপর ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ভানেক একজন প্রাক্তন পেশাদার টেনিস প্লেয়ার। তিনি ২০০০ সালে সিডনি অলিম্পিকে অংশ নিয়েছিলেন। এবং ২০১১ সালে তিনি অবসর নেন। তাঁর কোচিংয়ে পেত্রা একবার গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠেছিলেন এবং ২০১৯ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও পৌঁছেছিলেন। (ছবি-টুইটার)

5 / 5
Follow Us: