CWG 2022: কমনওয়েলথ গেমসে রয়্যাল ভিজিট!
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jul 30, 2022 | 9:40 AM
বার্মিংহ্যামে শুরু হয়ে গিয়েছে এ বারের কমনওয়েলথ গেমস। আর প্রথমদিনই মাল্টি স্পোর্টস ইভেন্ট উপভোগ করতে দেখা গেল প্রিন্স এডওয়ার্ড ও তাঁর স্ত্রীকে। জিমন্যাস্টিক্স, রাগবি ইভেন্ট দেখার পাশাপাশি তাঁরা কথা বললেন কয়েকটি দলের অ্যাথলিটদের সঙ্গে এবং গেমস ভিলেজের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের সঙ্গে।
1 / 5
বার্মিংহ্যামে শুরু হয়ে গিয়েছে এ বারের কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022)। আর প্রথমদিনই মাল্টি স্পোর্টস ইভেন্ট উপভোগ করতে দেখা গেল প্রিন্স এডওয়ার্ড (Prince Edward) ও তাঁর স্ত্রীকে। জিমন্যাস্টিক্স, রাগবি ইভেন্ট দেখার পাশাপাশি তাঁরা কথা বললেন কয়েকটি দলের অ্যাথলিটদের সঙ্গে এবং গেমস ভিলেজের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের সঙ্গে। (ছবি-দ্য রয়্যাল ফ্যামিলি টুইটার)
2 / 5
এ বারের কমনওয়েলথ গেমসের প্রথম দিনই দ্য আর্ল অ্যান্ড কাউন্টেসকে দেখা গেল মাল্টি স্পোর্টস ইভেন্ট উপভোগ করতে। (ছবি-দ্য রয়্যাল ফ্যামিলি টুইটার)
3 / 5
বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসের প্রথম দিন প্রিন্স এডওয়ার্ড ও তাঁর স্ত্রী সোফি (Sophie) হাজির ছিলেন জিমন্যাস্টিক্স ও রাগবি ইভেন্ট দেখার জন্য। (ছবি-দ্য রয়্যাল ফ্যামিলি টুইটার)
4 / 5
দ্য প্রিন্সসেস রয়্যাল ঘুরে দেখেন কমনওয়েলথ গেমসের অ্যাথলিট ভিলেজও। সেখানে তিনি কথা বলেন কয়েকটি দলের অ্যাথলিটদের সঙ্গে এবং গেমস ভিলেজের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের সঙ্গে। (ছবি-দ্য রয়্যাল ফ্যামিলি টুইটার)
5 / 5
রাগবি বল হাতে পোজ দিতেও দেখা গিয়েছে কাউন্টিস অব ওয়েসেক্স, সোফিকে। (ছবি-দ্য রয়্যাল ফ্যামিলি টুইটার)