Chunipanna: তিন সহ-অভিনেত্রীর আড্ডা জমল ক্যাফেতে; সিরিয়াল বন্ধ হলেও বজায় তাঁদের বন্ধুত্ব

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 29, 2022 | 8:30 AM

Actresses Adda: হারিয়ে যায়নি কিছুই। 'চুনিপান্না' সিরিয়াল শেষ হয়েছে ঠিকই। কিন্তু সিরিয়ালের অভিনেত্রীরা আছেন যোগাযোগে। নানা কাজে ব্যস্তও আছেন তাঁরা। এবার দেখা করলেন একটি ক্যাফেতে।

1 / 6
সিরিয়াল শেষ হয়েছে অনেকগুলো মাস আগে। সেই সিরিয়ালের নাম ছিল 'চুনিপান্না'। সিরিয়ালে অভিনয় করতেন অন্বেষা হাজরা, গুলশানারা খাতুন এবং পায়েল দে। তাঁদের পর্দার নাম ছিল বেশ মজার।

সিরিয়াল শেষ হয়েছে অনেকগুলো মাস আগে। সেই সিরিয়ালের নাম ছিল 'চুনিপান্না'। সিরিয়ালে অভিনয় করতেন অন্বেষা হাজরা, গুলশানারা খাতুন এবং পায়েল দে। তাঁদের পর্দার নাম ছিল বেশ মজার।

2 / 6
'চুনিপান্না' ধারাবাহিকে অন্বেষা ছিলেন চুনি। তাঁকে পায়েল অভিনীত চরিত্রটি ডাকত চুনিজা। কারণ সম্পর্কে সে চুনির জা। চুনি তাকে ডাকে দিদিজা নামে। বাড়ির পরিচারিকা অপ্সরা। সেই চরিত্রে অভিনয় করেছিলেন গুলশানারা।

'চুনিপান্না' ধারাবাহিকে অন্বেষা ছিলেন চুনি। তাঁকে পায়েল অভিনীত চরিত্রটি ডাকত চুনিজা। কারণ সম্পর্কে সে চুনির জা। চুনি তাকে ডাকে দিদিজা নামে। বাড়ির পরিচারিকা অপ্সরা। সেই চরিত্রে অভিনয় করেছিলেন গুলশানারা।

3 / 6
সিরিয়াল করতে-করতে এই তিন অভিনেত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জমে ওঠে। তাঁরা ফের এক হলেন। বুধবার দেখা করলেন একটি ক্যাফেতে। দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে সেই ক্যাফে।

সিরিয়াল করতে-করতে এই তিন অভিনেত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জমে ওঠে। তাঁরা ফের এক হলেন। বুধবার দেখা করলেন একটি ক্যাফেতে। দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে সেই ক্যাফে।

4 / 6
দিনভর দারুণ আনন্দ করলেন তিন তারকা। একসঙ্গে করলেন অনেক খাওয়াদাওয়া। জমে গেল কফি আড্ডা। তাঁদের একসঙ্গে দেখে সিরিয়ালের অনুরাগীরাও দারুণ আনন্দিত।

দিনভর দারুণ আনন্দ করলেন তিন তারকা। একসঙ্গে করলেন অনেক খাওয়াদাওয়া। জমে গেল কফি আড্ডা। তাঁদের একসঙ্গে দেখে সিরিয়ালের অনুরাগীরাও দারুণ আনন্দিত।

5 / 6
বাংলা সিরিয়ালে ভূতধর্মী গল্প খুব একটা হয় না। এই সিরিয়ালটি ব্যতিক্রম। এই গল্পের কেন্দ্রে বাড়ির বউ। তার ছিল এক অদ্ভুত শখ। সে ভূত ধরে।

বাংলা সিরিয়ালে ভূতধর্মী গল্প খুব একটা হয় না। এই সিরিয়ালটি ব্যতিক্রম। এই গল্পের কেন্দ্রে বাড়ির বউ। তার ছিল এক অদ্ভুত শখ। সে ভূত ধরে।

6 / 6
গল্পে চুনি সেই 'ভূত ধরা' বউমা এবং বাড়ির ভূত পান্না। তার আদর করে ভূতদিম্মা বলে ডাকত চুনি। ভূতদিম্মার চরিত্রে অভিনয় করেছিলেন তুলিকা বসু।

গল্পে চুনি সেই 'ভূত ধরা' বউমা এবং বাড়ির ভূত পান্না। তার আদর করে ভূতদিম্মা বলে ডাকত চুনি। ভূতদিম্মার চরিত্রে অভিনয় করেছিলেন তুলিকা বসু।