Bangla News Photo gallery There is speculation on social media about whether the Digha Jagannath temple doors will open during this year's Rath Yatra
Digha Jagannath Mandir: দিঘার জগন্নাথ মন্দির কেমন দেখতে হচ্ছে, রথের দিনই কি খুলছে দ্বার?
Kanishka Maity | Edited By: সায়নী জোয়ারদার
Jul 04, 2024 | 6:21 PM
Jagannath Mandir at Digha: রবিবার ৭ জুলাই রথযাত্রা। দিঘায় বিশাল জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। সকলের মনেই প্রশ্ন, এবারের রথেই কি খুলছে দিঘার মন্দিরের দ্বার? সোশ্যাল মিডিয়ায় ঘুরছে নানা খবর। আর তাতেই বাড়ছে বিভ্রান্তি। তবে সত্যিটা কী?
1 / 8
রবিবার ৭ জুলাই রথযাত্রা। দিঘায় বিশাল জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। সকলের মনেই প্রশ্ন, এবারের রথেই কি খুলছে দিঘার মন্দিরের দ্বার? সোশ্যাল মিডিয়ায় ঘুরছে নানা খবর। আর তাতেই বাড়ছে বিভ্রান্তি। পুরীর মন্দিরের আদলে তৈরি হচ্ছে দিঘার জগন্নাথ মন্দির। শুধু মন্দিরের আদলেই মিল নয়, পুরীতে যে রীতি আচার মেনে জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার পুজো হয়, দিঘার মন্দিরেও সেই রীতিই মানা হবে।
2 / 8
রথের রশিতে টান পড়ল বলে। ৭ জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা। সারা দেশজুড়ে পালিত হবে এই উৎসব। রথযাত্রা নিয়ে শুধু পড়শি রাজ্য ওড়িশাতেই ধুমধাম নয়, সাড়ম্বরে রথোৎসব পালিত হয় পশ্চিমবঙ্গেও। মাহেশের রথ সকলের জানা। মহিষাদল রাজবাড়ির রথেরও খ্যাতি জগৎজোড়া। এবার দিঘার রথ নিয়েও জোর চর্চা।
3 / 8
বৃহস্পতিবার পুরোহিতকে নিয়েই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে দিঘার জাহাজ বাড়িতে। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অফিসে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠক হয় এদিন। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, পুলিশ কর্তা, মহকুমাশাসক, বিদ্যুৎ, পূর্ত-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা ছিলেন। সেখানেই ছিলেন মহিষাদল থেকে আসা দু'জন পুরোহিতও।
4 / 8
দীর্ঘক্ষণ এদিন বৈঠক হয়। তবে জেলাশাসকের সঙ্গে বৈঠক নিয়ে কেউ কোনওরকম মন্তব্য করতে চাননি। যদিও এ বৈঠক যে দিঘায় নির্মীয়মাণ জগন্নাথ মন্দির ও রথের বিষয়ে, তা কার্যত স্পষ্ট। বৈঠক শেষে প্রশাসনের কর্তারা দিঘার জাহাজ বাড়ি থেকে সোজা চলে যান জগন্নাথ মন্দিরের স্থানে। খতিয়ে দেখেন মন্দিরের কাজকর্ম। সেখান থেকে বেরিয়ে তাঁরা চলে যান ওল্ড দিঘায় জগন্নাথ ঘাটের মন্দিরে।
5 / 8
৭ তারিখ দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সম্ভাবনা নেই। আর রথযাত্রাও হবে কি না তা এখনও স্পষ্ট নয়। দিঘায় জগন্নাথ মন্দির তৈরি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। উল্লেখযোগ্যভাবে বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল। এই মন্দির তৈরির দায়িত্বে ওয়েস্ট বেঙ্গল ইনফ্রাস্ট্রাকচর ডেভেলপমেন্ট কর্পোরেশন বা হিডকো।
6 / 8
মামলাকারীর বক্তব্য ছিল, হিডকো শুধু রাজারহাটের উন্নয়নের কাজ করতে পারে। এর বাইরে কোনও কাজের ক্ষমতা তাদের নেই। এই আবেদনে মামলা হয়। প্রধান বিচারপতি এদিন সেই মামলা খারিজ করে দেন। ফলে মন্দির তৈরি নিয়ে জটিলতার কোনও অবকাশই নেই। আদালত জানিয়েছে, রিকাঠামো উন্নয়নের দায়িত্ব রাজ্যের। তারা ঠিক করবে কোন বিভাগকে দিয়ে দায়িত্ব পালন করবে।
7 / 8
দিঘায় জগন্নাথ ধামকে সামনে রেখে বিশ্ব সংস্কৃতি চর্চার কেন্দ্রও তৈরি হচ্ছে। শোনা যাচ্ছে সেখানে থাকবে গবেষণার ব্যবস্থা। থাকবে পাঠাগারও। যেখানে তথ্য বইয়ের আকারেও থাকবে, থাকবে ডিজিটাল তথ্যও। গড়ে ওঠার কথা সংগ্রহশালারও।
8 / 8
সমুদ্রতীরের শহর পুরীর সঙ্গে আরেক সমুদ্রতীরের শহর দিঘা যেন এবার এক আত্মায় লীন হতে চলেছে। আর কিছু সময়ের অপেক্ষা। এবারের রথযাত্রার আগে যদি বা দিঘার মন্দিরের উদ্বোধন না হয়, তাহলে আগামী বছরের আগে তা হবেই।