Laddu Gopal Puja Date: শুধু জন্মাষ্টমীর দিন নয়, ঠাকুরঘরে গোপাল স্থাপন করার শুভ কোন দিন?

Hindu Puja Rules: যদি বাড়িতে গোপালঠাকুরকে স্থাপন করার কথা ভাবেন, তাহলে বাস্তুশাস্ত্র মতে, কোন কোন দিনে ঘরে গোপালের মূর্তি আনা শুভ, তা জানা জরুরি। সকলেই জানেন কৃষ্ণের জন্মতিথি অনুযায়ী বাড়িতে মূর্তি আনলে তা অত্যন্ত শুভ হয়ে থাকে, কিন্তু এছাড়াও আরও রয়েছে বিশেষ ও শুভ দিন, যেদিনগুলিতে গোপালঠাকুর স্থাপন করা যেতে পারে। 

Laddu Gopal Puja Date: শুধু জন্মাষ্টমীর দিন নয়, ঠাকুরঘরে গোপাল স্থাপন করার শুভ কোন দিন?

| Edited By: দীপ্তা দাস

Jun 05, 2024 | 3:41 PM