When to Get a Haircut: শেষ হেয়ার কাট ছ’মাস আগে করিয়েছিলেন? এই ৫ লক্ষণ দেখলে আজই চুল কেটে ফেলুন
TV9 Bangla Digital | Edited By: megha
Dec 21, 2022 | 7:41 AM
Hair Care Tips: আমরা কোনও নিয়ম মেনে চুল কাটি না। ইচ্ছা হলে তবেই হেয়ার কাট করাতে দ্বারস্থ হই পার্লারে। কিন্তু আপনার চুলই ইঙ্গিত দেয় যে কখন চুল কাটার প্রয়োজন।
1 / 6
শেষবার চুল কেটেছিলেন প্রায় ছ'মাস আগে। এখন চুল বেশ লম্বা হয়েছে। কিন্তু মনোস্থির করতে পারছেন না যে এখন চুল কাটা দরকার কিনা। আপনি হেয়ার কাট প্রয়োজন কিনা তা বলে দিতে পারে আপনার চুলই। কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে যা দেখে বুঝবেন সময় হয়েছে চুল ছেঁটে নেওয়ার।
2 / 6
চুল আঁচড়ানোর সময় গোছা গোছা চুল উঠে যাচ্ছে। শ্যাম্পু করে চুল উঠছে। বালিশে, ঘরের মেঝেতে চুল পড়ে আছে। বুঝবেন এখন চুল অল্প করে ছেঁটে ফেলা দরকার। চুল ভঙ্গুর হয়ে গেলে চুল পড়ে যায়। তখন চুল কেটে নিন।
3 / 6
চুল যত লম্বা হতে থাকে, তত নীচের আকার নষ্ট হতে থাকে। অর্থাৎ আপনি যখন চুল কেটেছিলেন তখন তার যে শেপ ছিল, ছ'মাস পর আর সেটা থাকে না। এমনটা লক্ষ্য করলে পুনরায় চুল কেটে নিন।
4 / 6
চুলের ডগা ফেটে গেলে চুল অল্প করে ছেঁটে নেওয়া দরকার। আর্দ্রতার অভাবে অনেকেই এই সমস্যার সম্মুখীন হন। চুলের ডগা ফেটে গেলে চুলের শেপও নষ্ট হয়ে যায়, দেখতেও খারাপ লাগে। এক্ষেত্রে চুল কেটে নেওয়াই ভাল।
5 / 6
চুলের ভলিউম কমে গেলে হেয়ার কাট করে নিন। নিয়মিত চুলে স্টাইল করলে, বিভিন্ন ধরনের প্রসাধনী পণ্য ব্যবহার করলে চুলের উজ্জ্বলতা হারিয়ে যায়। চুল নিষ্প্রাণ দেখায়। চুল কেটে নিলে আপনার লুকেও সতেজতা আসে।
6 / 6
শীতে দূষণের কারণ চুলে বেশি জট পড়ে। আর জট ছাড়ানোর সময় চুলও উঠে যায়। লম্বা চুল হলে জট ছাড়াতে বেশি সমস্যা হয়। এক্ষেত্রে চুল কেটে ফেলাই ভাল। এতে চুলের স্বাস্থ্যও ভাল থাকে।