প্রেম এবং চুমু, একে-অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ৷ ঝগড়ার মাঝে প্রেমিকার ঠোঁটে ঠোঁট রাখলে হঠাৎ করেই সব রাগ গলে জল। কিন্তু এমন বিশেষ কিছু রাশির জাতক/ জাতিকারা রয়েছে যাঁরা চুম্বনে পারদর্শী। জ্যোতিষশাস্ত্র মতে এই ৫ রাশির ব্যক্তিরা চুমুর দিকে দিয়ে অন্যদের তুলনায় এগিয়ে।
মীন রাশির ব্যক্তিরা এই বিষয়ে সবার আগে এগিয়ে রয়েছে। এঁদের প্রেমের সম্পর্কগুলো বেশ নিখুঁত হয়। আর চুমু খাওয়ার বিষয়েও এই রাশির জাতক/ জাতিকারা বেশ পারদর্শী।
সিংহ রাশির জাতক/ জাতিকারা চুম্বন দিক দিয়ে অন্যান্য রাশির তুলনায় বেশ পারদর্শী। এরা যৌনতাকে উপভোগ করতে ভালবাসে। চুম্বনের ক্ষেত্রে এঁরা মশগুল হয়ে থাকেন।
জ্যোতিষশাস্ত্র মতে, ধনু রাশির ব্যক্তিরা দুষ্টু মিষ্টি প্রেমে মেতে উঠতে ভালবাসে। এরা প্যাশনের সঙ্গে চুমু খান না। বরং খুনসুটিতে মেতে উঠে চুম্বনকে উপভোগ করেন ধনু রাশির জাতক/ জাতিকারা।
বৃশ্চিক রাশির জাতক/ জাতিকারা প্যাশনেট ভাবে চুমু খেতে ভালবাসে। এমনকী এই রাশির ব্যক্তিরা প্রেমের ক্ষেত্রেও খুব সৎ হয়। এরা প্রেমকে অ্যাডভেঞ্চারের মতো উপভোগ করে।
কর্কট রাশির জাতক/ জাতিকারাও চুম্বনের ক্ষেত্রে পারদর্শী হন। এঁদের নমনীয় স্বভাবের জন্য সহজেই মানুষ প্রেমে পড়ে। এঁরা সবসময় সঙ্গীর প্রতি সততা বজায় রাখে। উপরন্ত এঁরা আবেগের সঙ্গে চুমু খেতে ভালবাসে।