Bizarre Facts: নারী মনে ইচ্ছা জাগিয়ে তুলতে যৌনতা নিয়ে এই ৬ গুজবে কান দেবেন না!

Relationship Tips: যৌনতা নিয়ে ট্যাবু এখনও কাটেনি। বহু অস্বচ্ছ্ব ধারণা নিয়ে এই যুগেও মানুষ অনেক কিছু মনে মনে বিশ্বাস করে থাকেন। যে কাজগুলি করলে যৌন জীবন বাধাপ্রাপ্ত হয়।

| Edited By: | Updated on: Mar 15, 2023 | 8:00 AM
মান্ধাতা আমলের সেই বস্তাপচা ভ্রান্ত বিশ্বাস এখনও বর্তমান। তাই যৌনতা নিয়ে ট্যাবু এখনও কাটেনি। বহু অস্বচ্ছ্ব ধারণা নিয়ে এই যুগেও মানুষ অনেক কিছু মনে মনে বিশ্বাস করে থাকেন। যে কাজগুলি করলে যৌন জীবন বাধাপ্রাপ্ত হয়।

মান্ধাতা আমলের সেই বস্তাপচা ভ্রান্ত বিশ্বাস এখনও বর্তমান। তাই যৌনতা নিয়ে ট্যাবু এখনও কাটেনি। বহু অস্বচ্ছ্ব ধারণা নিয়ে এই যুগেও মানুষ অনেক কিছু মনে মনে বিশ্বাস করে থাকেন। যে কাজগুলি করলে যৌন জীবন বাধাপ্রাপ্ত হয়।

1 / 7
যৌনতা নিয়ে চিরাচরিত কিছু লোকবিশ্বাস রয়েছে, যেগুলি একেবারেই সত্যতা নেই। বাস্তবের সঙ্গে রয়েছে বিস্তর ফারাক।

যৌনতা নিয়ে চিরাচরিত কিছু লোকবিশ্বাস রয়েছে, যেগুলি একেবারেই সত্যতা নেই। বাস্তবের সঙ্গে রয়েছে বিস্তর ফারাক।

2 / 7
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যৌন মিলনের ইচ্ছা নাকি জানলা দিয়ে বের হয়ে যায়। এমন হাসির কথা কেউ বিশ্বাস করবেন না। সত্য়িটা হল প্রবীণদের মধ্যে মারাত্মক যৌন ইচ্ছা  থাকে। তবে এর সঙ্গে মেনোপজের কোনও সম্পর্ক নেই।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যৌন মিলনের ইচ্ছা নাকি জানলা দিয়ে বের হয়ে যায়। এমন হাসির কথা কেউ বিশ্বাস করবেন না। সত্য়িটা হল প্রবীণদের মধ্যে মারাত্মক যৌন ইচ্ছা থাকে। তবে এর সঙ্গে মেনোপজের কোনও সম্পর্ক নেই।

3 / 7
আমেরিকান একাদেমি অফ স্লিপ মেডিসিনের একটি সমীক্ষা জানাচ্ছে, প্রায় দশ স্বপ্নের মধ্যে একজন পুরুষ ও মহিলা উভয়ই যৌনতার বিষয়বস্তু হতে পারেন। রাজনীতিবিদ, সেলেব্রিটি ও বহিরাগতের সঙ্গে যৌন সম্পর্কের বেশ স্বপ্ন দেখেন। পুরুষরা একসঙ্গে অনেকজনের সঙ্গে যৌনকর্মে লিপ্ত থাকার স্বপ্ন দেখেন।

আমেরিকান একাদেমি অফ স্লিপ মেডিসিনের একটি সমীক্ষা জানাচ্ছে, প্রায় দশ স্বপ্নের মধ্যে একজন পুরুষ ও মহিলা উভয়ই যৌনতার বিষয়বস্তু হতে পারেন। রাজনীতিবিদ, সেলেব্রিটি ও বহিরাগতের সঙ্গে যৌন সম্পর্কের বেশ স্বপ্ন দেখেন। পুরুষরা একসঙ্গে অনেকজনের সঙ্গে যৌনকর্মে লিপ্ত থাকার স্বপ্ন দেখেন।

4 / 7
ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের গবেষণা অনুসারে, মাইগ্রেনে আক্রান্তরা উচ্চমাত্রায় যৌন ইচ্ছার কথা জানিয়েছে। মস্তিষ্কের রাসায়নিক কারণের প্রভাবে এমনটা হতেও পারে।

ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের গবেষণা অনুসারে, মাইগ্রেনে আক্রান্তরা উচ্চমাত্রায় যৌন ইচ্ছার কথা জানিয়েছে। মস্তিষ্কের রাসায়নিক কারণের প্রভাবে এমনটা হতেও পারে।

5 / 7
দ্য ইউনিভার্সিটি অফ গ্রোনিংজেন-এর গবেষণা অনুসারে,মহিলাদের অর্গ্যাজম হওয়ার সম্ভাবা বাড়ানোর জন্য শারীরিক সম্পর্কের সময় মোজা পরা উচিত। এমনটার পেছনে কোনও স্পষ্ট ধারণা নেই, তবে তত্ত্ব বলে, শরীর সম্পূর্ণ শিথিল ও উদ্বেগমুক্ত করতে মোজা পরা দরকার। পা ঠান্ডা থাকলে সেক্স মুড ব্যহত হয়। বিশেষ করে মহিলাদের।

দ্য ইউনিভার্সিটি অফ গ্রোনিংজেন-এর গবেষণা অনুসারে,মহিলাদের অর্গ্যাজম হওয়ার সম্ভাবা বাড়ানোর জন্য শারীরিক সম্পর্কের সময় মোজা পরা উচিত। এমনটার পেছনে কোনও স্পষ্ট ধারণা নেই, তবে তত্ত্ব বলে, শরীর সম্পূর্ণ শিথিল ও উদ্বেগমুক্ত করতে মোজা পরা দরকার। পা ঠান্ডা থাকলে সেক্স মুড ব্যহত হয়। বিশেষ করে মহিলাদের।

6 / 7
দীর্ঘদিন ধরে সহবাস না করার ফলে যৌন সংবেদন হারানোর সম্ভাবনা থাকে। তবে একে চিকিত্‍সার ভাষায় ক্লিটোরাল অ্যাট্রোফি নামে পরিচিত।

দীর্ঘদিন ধরে সহবাস না করার ফলে যৌন সংবেদন হারানোর সম্ভাবনা থাকে। তবে একে চিকিত্‍সার ভাষায় ক্লিটোরাল অ্যাট্রোফি নামে পরিচিত।

7 / 7
Follow Us: