TV9 Bangla Digital | Edited By: megha
Aug 16, 2021 | 5:15 PM
মানালি থেকে লে বা শ্রীনগর-লে-মানালি দুভাবেই দু-চাকায় ঘুরতে পারেন এই রুটে। এই রুটে তুষারপাত, পাহাড়-পর্বত, ভ্যালি-লেক সবই দেখতে পাবেন।
কিন্নর-লাউস-স্পিতি ঘুরতে চাইলে বেছে নিতে পারেন হিমাচল প্রদেশের এই রুট। ৭ থেকে ১০ দিনের ট্যুর হতে পারে। মানালি থেকে রোটাং পাস দিয়ে সিমলা যাওয়ার জন্যও ব্যবহার করতে পারেন এই বাইক রুট।
উত্তরাখণ্ডে বাইক নিয়ে নৈনিতাল-রানিখেত-কৌশানি হয়ে মুন্সিয়ারি যেতে পারেন। পঞ্চচুল্লি, নন্দাদেবীকে দেখার জন্য ১০ দিনের জন্য ঘুরে আসতে পারেন রুটে।
গ্যাংটক, লাচুন, নাথুলা পাস থেকে জুলুক যাওয়ার জন্য বেছে নিন সিকিমের সিল্ক রুটকে। এই রুটেও আপনি বাইক নিয়ে ঘুরে আসতে পারেন।
রাজস্থান বেড়াতে যাওয়ার জন্যও বাইককে বেছে নিতে পারেন। জয়পুর, জয়সলমীর, উদয়পুর ঘোরার জন্য ডিসেম্বরে বাইক নিয়ে বেড়িয়ে পড়তে পারেন কয়েক দিনের জন্য।
বর্ষায় পশ্চিমঘাট পর্বতমালার মনোরম দৃশ্য অনুভব করার জন্য মুম্বাই বা পুণে থেকে যাত্রা শুরু করতে পারেন। এই রাস্তায় লোনাভলা, সাতারা, মহাবালেশ্বরের মত একাধিক সুন্দর জায়গা অন্বেষণ করতে পারেন।
মুন্নার, পেরিয়ার, কোদাড়কানাল, উটি, মাইসোর ঘুরতে যাওয়ার জন্য রইল পশ্চিম উপকূলবর্তী বাইক রুট। দু সপ্তাহে বাইকে ঘুরতে ফেলতে পারেন সমগ্র পশ্চিম উপকূলবর্তী এলাকা।