জানেন কি পৃথিবীর কোন কোন দেশের সংস্কৃতি আজও তাদের পোশাকে ফুটে ওঠে?

পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে মানুষরা আজও সেই দেশের ঐতিহ্য বহন করে চলে। তাদের খাওয়া-দাওয়া, ভাষা, সাহিত্য এবং জীবনযাপনের মধ্যে দিয়ে সেই দেশের সংস্কৃতি ফুটে ওঠে। এমনই এক বিষয় হল পোশাক। পোশাকের মধ্য দিয়েও ফুটে ওঠে সেই দেশের বৈচিত্র্য। সময়ের সাথে সাথে বহু মানুষই পোশাকের দিক দিয়ে 'কমফোর্ট'কে বেছে নিয়েছেন। এমন কিছু দেশ রয়েছে যেখানে আজও মানুষ তাদের ঐতিহ্য বহন করে চলেছে পোশাকের মধ্য দিয়ে।

| Edited By: | Updated on: Aug 26, 2021 | 7:25 PM
ভারতে মহিলাদের জন্য শাড়ি এবং পুরুষদের জন্য ধুতি।

ভারতে মহিলাদের জন্য শাড়ি এবং পুরুষদের জন্য ধুতি।

1 / 10
সার্দান জার্মানি এবং অস্ট্রিয়ার ট্র্যাচট।

সার্দান জার্মানি এবং অস্ট্রিয়ার ট্র্যাচট।

2 / 10
চীনের মসুও এবং হমং।

চীনের মসুও এবং হমং।

3 / 10
ভুটানে মহিলাদের জন্য কিরা এবং পুরুষদের জন্য ঘো।

ভুটানে মহিলাদের জন্য কিরা এবং পুরুষদের জন্য ঘো।

4 / 10
কেনিয়ার কঙ্গো

কেনিয়ার কঙ্গো

5 / 10
মঙ্গোলিয়ায় ডিল।

মঙ্গোলিয়ায় ডিল।

6 / 10
নামিবিয়ার হেরেরো ড্রেস।

নামিবিয়ার হেরেরো ড্রেস।

7 / 10
স্কটল্যান্ডের কিল্টস।

স্কটল্যান্ডের কিল্টস।

8 / 10
জাপানে কিমোনো।

জাপানে কিমোনো।

9 / 10
ইন্দোনেশিয়ায় বালিনিজ টেম্পল ড্রেস।

ইন্দোনেশিয়ায় বালিনিজ টেম্পল ড্রেস।

10 / 10
Follow Us: