AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Beauty Products: অল্প দিনেই নেল পালিশ জমাট বেঁধে যায়, কোন উপায়ে রাখলে প্রসাধনী পণ্য ভাল থাকে?

Makeup Product: পছন্দের মেকআপ প্রোডাক্ট দু'মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়? এমনকী নামী ব্র্যান্ডের প্রসাধনী পণ্য বিশেষত লিপস্টিক, নেল পালিশ কিনলেও সেটা বেশিদিন টেকসই হয় না। তাহলে প্রসাধনী পণ্য ভাল রাখার উপায় কী?

| Edited By: | Updated on: Oct 13, 2022 | 12:34 PM
Share
পছন্দের মেকআপ প্রোডাক্ট দু'মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়? এমনকী নামী ব্র্যান্ডের প্রসাধনী পণ্য বিশেষত লিপস্টিক, নেল পালিশ কিনলেও সেটা বেশিদিন টেকসই হয় না। তাহলে প্রসাধনী পণ্য ভাল রাখার উপায় কী?

পছন্দের মেকআপ প্রোডাক্ট দু'মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়? এমনকী নামী ব্র্যান্ডের প্রসাধনী পণ্য বিশেষত লিপস্টিক, নেল পালিশ কিনলেও সেটা বেশিদিন টেকসই হয় না। তাহলে প্রসাধনী পণ্য ভাল রাখার উপায় কী?

1 / 6
প্রসাধনী ভাল রাখতে গেলে আপনাকে সেগুলো ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে প্রসাধনী পণ্য রাখলে সেগুলো দীর্ঘদিন পর্যন্ত ভাল থাকে। কিন্তু সব প্রসাধনী পণ্য ফ্রিজে রাখা যায় না। তাহলে কোন কোন পণ্য ফ্রিজে রাখবেন, জেনে নিন...

প্রসাধনী ভাল রাখতে গেলে আপনাকে সেগুলো ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে প্রসাধনী পণ্য রাখলে সেগুলো দীর্ঘদিন পর্যন্ত ভাল থাকে। কিন্তু সব প্রসাধনী পণ্য ফ্রিজে রাখা যায় না। তাহলে কোন কোন পণ্য ফ্রিজে রাখবেন, জেনে নিন...

2 / 6
লিপস্টিক দীর্ঘদিন পর্যন্ত ভাল রাখতে গেলে ফ্রিজে রাখুন। লিপস্টিকের মধ্যে প্রাকৃতিক তেল রাখে। ফ্রিজের মধ্যে থাকলে ওই প্রাকৃতিক তেল এবং লিপস্টিকের আর্দ্রভাব নষ্ট হয় না।

লিপস্টিক দীর্ঘদিন পর্যন্ত ভাল রাখতে গেলে ফ্রিজে রাখুন। লিপস্টিকের মধ্যে প্রাকৃতিক তেল রাখে। ফ্রিজের মধ্যে থাকলে ওই প্রাকৃতিক তেল এবং লিপস্টিকের আর্দ্রভাব নষ্ট হয় না।

3 / 6
লিপস্টিকের মতোই আপনি নেল পালিশও ফ্রিজের মধ্যে থাকতে পারেন। নেল পালিশ খোলা জায়গায় রাখলে জমাট বেঁধে যায়। তখন সেটা আর ব্যবহার করা যায় না। কিন্তু নেল পালিশ ফ্রিজে রাখতে আপনি সেটা দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

লিপস্টিকের মতোই আপনি নেল পালিশও ফ্রিজের মধ্যে থাকতে পারেন। নেল পালিশ খোলা জায়গায় রাখলে জমাট বেঁধে যায়। তখন সেটা আর ব্যবহার করা যায় না। কিন্তু নেল পালিশ ফ্রিজে রাখতে আপনি সেটা দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

4 / 6
ক্রিম যেমনই হোক না আপনি সেটা ফ্রিজে রেখে ব্যবহার করুন। ডে ক্রিম, নাইট ক্রিম, এমনকী মেক-আপের ফাউন্ডেশন ক্রিমও আপনি ফ্রিজে রাখতে পারেন। এতে ক্রিম দীর্ঘদিন পর্যন্ত ভাল থাকে।

ক্রিম যেমনই হোক না আপনি সেটা ফ্রিজে রেখে ব্যবহার করুন। ডে ক্রিম, নাইট ক্রিম, এমনকী মেক-আপের ফাউন্ডেশন ক্রিমও আপনি ফ্রিজে রাখতে পারেন। এতে ক্রিম দীর্ঘদিন পর্যন্ত ভাল থাকে।

5 / 6
টোনার কিংবা গোলাপ জল আপনার দৈনন্দিন স্কিন কেয়ার রুটিন অঙ্গ? এই পণ্যটিকেও আপনি ফ্রিজে রাখুন। ঠান্ডা টোনার বা গোলাপ জল ব্যবহার করলে ত্বকে কুলিং এফেক্ট পাওয়া যায় এবং পণ্যটাও ভাল থাকে।

টোনার কিংবা গোলাপ জল আপনার দৈনন্দিন স্কিন কেয়ার রুটিন অঙ্গ? এই পণ্যটিকেও আপনি ফ্রিজে রাখুন। ঠান্ডা টোনার বা গোলাপ জল ব্যবহার করলে ত্বকে কুলিং এফেক্ট পাওয়া যায় এবং পণ্যটাও ভাল থাকে।

6 / 6