Congress: পাঁচ মাসে ৫ বার! সনিয়া-রাহুলের ‘হাত’ ছেড়েছেন এই সব কংগ্রেস নেতা
TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে
May 25, 2022 | 5:17 PM
Congress: বেশ কিছুদিন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারে প্রাক্তন মন্ত্রী তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বলের সম্পর্ক তলানিতে পৌঁছে গিয়েছিল। কংগ্রেসর অন্দরে বিদ্রোহী জি-২৩ গোষ্ঠীর অন্যতম সদস্য ছিলেন কপিল।
1 / 6
নয়া দিল্লি: রাজস্থানের উদয়পুরের ৩ দিন ব্যাপী চিন্তন শিবির থেকে দলে সাংগঠনিক কাঠামোয় একাধিক বদল আনার কথা নিয়ে আলোচনা বা সংগঠনের খোলনলচে বদলে ফেলার রূপরেখা নিয়ে সিদ্ধান্ত হলেও সনিয়া গান্ধী-রাহুল গান্ধীর শনির দশা যেন কাটতেই চাইছে না। আরও এক হেভিওয়েট নেতার কংগ্রেস ত্যাগ আবার শতাব্দী প্রাচীন কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিল। আজই সমাজবাদী পার্টির সমর্থন নিয়ে নির্দল প্রার্থী হিসেবে রাজ্যসভার মনোনয়ন জমা দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বল। স্পষ্টতই তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি আগেই কংগ্রেস ছেড়ে দিয়েছেন। পাঁচ মাসে সব মিলিয়ে মোট ৫ জন কংগ্রেস নেতা দল ছেড়েছেন। তাদের বিষয়ে জেনে নেওয়া যাক....
2 / 6
কপিল সিব্বল
3 / 6
সুনীল জাখার: পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন প্রধান সুনীল জাখারও সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির বিরুদ্ধে মুখ খোলায় তাঁকে শোকজ করেছিল কংগ্রেস। দলত্যাগের পরই তিনি জানিয়েছিলেন, শীর্ষ নেতৃত্ব বন্ধু আর শত্রুর মধ্যে ফারাক খুঁজতে ব্যর্থ।
4 / 6
হার্দিক প্যাটেল: চলতি বছরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই কংগ্রেসকে ধাক্কা দিয়ে দল ছেড়েছেন পাতিদার আন্দোলনের অন্যতম মুখ তথা গুজরাট কংগ্রেসর কার্যকরী সভাপতি হার্দিক প্যাটেল। রাজ্য কংগ্রেস নেতৃত্ব তাঁকে কাজ করতে দিচ্ছে না এই অভিযোগেই দল ছেড়েছিলেন এই পাতিদার নেতা। পদত্যাগ পত্র নাম করে মোবাইল ফোন ব্যবহারের জন্য তিনি রাহুল গান্ধীকে কটাক্ষ করেছিলেন। সম্ভবত তিনি বিজেপিতে যোগদান করবেন।
5 / 6
অশ্বিনী কুমার: চলতি বছর ফেব্রুয়ারি মাসেই কংগ্রেস ছেড়েছিলেন প্রাক্তন আইনমন্ত্রী অশ্বিনী কুমার। কংগ্রেসের সঙ্গে ৪০ বছরের সম্পর্ক ত্যাগ করে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, এই কংগ্রেস অনেক বদলে গিয়েছে, তাই তিনি মানিয়ে নিতে পারছিলেন না এবং কংগ্রেসের একের পর এক পরাজয় মেনে নিতে তাঁর কষ্ট হচ্ছে।
6 / 6
আরপিএন সিং: ৩২ বছর কংগ্রেস করার পর বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী আরপিএন সিং। উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগেই হয়েছিল এই দলবদল। সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, যে কংগ্রেস তিনি করতেন, এই দল সেই কংগ্রেস নয়।