এই ৭টি ভেষজ আপনার খাবারে এনে দিতে পারে অনন্য স্বাদ!
TV9 Bangla Digital | Edited By: megha
Sep 05, 2021 | 6:22 PM
গুল্ম বা ভেষজ গাছের পাতা খাবারে একটি অতুলনীয় সুগন্ধ এবং স্বাদ সরবরাহ করে। এশিয়া তথা বিশ্বের বিভিন্ন দেশে এই ভেষজ গাছগুলির চল রয়েছে। স্বাদ ও গন্ধ ছাড়াও এগুলির মধ্যে একাধিক ঔষধি গুণ রয়েছে।
1 / 7
এই ভেষজের তালিকায় প্রথমেই রয়েছে অরিগ্যানো। এই অরিগ্যানো পিজ্জা, পাস্তা, স্যুপ ও অন্যান্য খাবারে ব্যবহার করা হয়।
2 / 7
পার্সলে এমন একটি ভেষজ যা কিডনির পাথর অপসারণ করতে সক্ষম। বিভিন্ন খাবারে এটি ব্যবহার করা হয় এবং এর মধ্যে থাকা ভিটামিন এ ও সি শরীরে ইতিবাচক প্রভাব ফেলে।
3 / 7
রোজমেরির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সুগন্ধ ও স্বাদের পাশাপাশি একাধিক স্বাস্থ্য উপকারিতা বহন করে।
4 / 7
পুদিনার তাজা পাতা দিয়ে পানীয় বা সরবত বানালে তা স্বাদও যুক্ত করে এবং মানসিক অবসাদ কমায়।
5 / 7
মাংস তৈরি থেকে শুরু করে যেকোনও প্রকারের সস তৈরিতে থাইম ব্যবহার করতে পারেন।
6 / 7
ডাল থেকে তরকারি, ভারতের প্রায় কমবেশি সব খাবারেই ব্যবহার করা হয় ধনে পাতা।
7 / 7
ভারতের আরেকটি জনপ্রিয় ভেষজ হল তুলসী। খাবারে স্বাদ প্রদানের পাশাপাশি এটির মধ্যে একাধিক স্বাস্থ্য উপকারিতা রয়েছে।