হিন্দু ধর্মীয় শাস্ত্রে তুলসী গাছকে মায়ের মর্যাদা দেওয়া হয়েছে। প্রতিটি বাড়ির বারান্দা এবং উঠানে গাছপালা রয়েছে। প্রতিদিন সকালে তুলসী গাছে ধূপকাঠি জ্বালানো এবং প্রদীপ জ্বালানো প্রতিদিনের নির্দিষ্ট কাজের সঙ্গে অন্তর্ভুক্ত।
এতে করে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। এতে করে জীবনে ইতিবাচকতা বজায় থাকে। তুলসী গাছে জল ও দুধ ছাড়াও আরও একটি জিনিস দেওয়া হয়, তা হল আখের রস।
এটি নিবেদন করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা ঘরে এবং পরিবারে থাকবে। তুলসী ও আখের রসের এই প্রতিকারে জীবনে কী কী উপকার পাওয়া যায়, জেনে নেওয়া যাক...
প্রতি মাসের পঞ্চম দিনে হাতে সামান্য আখের রস নিয়ে তুলসী গাছে সাতবার অর্পণ করে নিজের ও নিজের বংশের নাম নিন।
তুলসী গাছে আখের রস নিবেদন করলে শত্রুর বিনাশ হয়। অন্যদিকে ব্যবসায় বারবার লোকসান হলে তা থেকেও রেহাই পাওয়া যায়।
এছাড়াও তুলসী গাছে আখের রস নিবেদন করলে ভগবান বিষ্ণু ও লক্ষ্মী উভয়েই প্রসন্ন হন। এতে সুখ ও শান্তি বজায় থাকে। এছাড়াও, বাড়ির শক্তিতে ইতিবাচক শক্তি বজায় থাকে।
অন্যদিকে গঙ্গার জলে তুলসী পাতা ও মঞ্জরি মিশিয়ে ঘরে ছিটিয়ে দিলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এতে নেতিবাচক শক্তি দূর হয় তাড়াতাড়ি।