দেখুন ছবিতে; লং ট্রিপে যাচ্ছেন বেড়াতে; করোনাকালে মাথায় রাখুন কিছু টিপস

অমিতাভ বচ্চন, ইরফান খান, দীপিকা পাড়ুকোন অভিনীত 'পিকু' ছবির কথাই ধরে নেওয়া যাক। দিল্লি থেকে কলকাতা বাই রোড গিয়েছিল ছবির চরিত্ররা। সেটাই জুড়ে ছিল ছবির সিংহভাগ। এখন তো আবার করোনা পরিস্থিতি। তাই প্লেনে-ট্রেনে-বাসে টুর কথা অনেকেই এড়িয়ে চলছেন। কাশ্মীর থেকে কন্যাকুমারী চলে যাচ্ছেন গাড়ি চালিয়ে। অনেকে ভয় পাচ্ছেন, কারণ অভিজ্ঞতা নেই। সবকিছুরই একটা প্রথমবার আছে। ভয় পাবেন না। মেনে চলুন কিছু নিয়ম।

| Edited By: | Updated on: Jul 22, 2021 | 12:05 AM
একাধিক ব্যক্তি গাড়ি চালাতে পারেন কিনা সেটা লক্ষ্য রাখুন। যে কোনও একজনের জন্য লাগাতার গাড়ি চালানো ধকলের বিষয়। একেক সময় একেক জন স্টিয়ারিং সিটে বসুন।

একাধিক ব্যক্তি গাড়ি চালাতে পারেন কিনা সেটা লক্ষ্য রাখুন। যে কোনও একজনের জন্য লাগাতার গাড়ি চালানো ধকলের বিষয়। একেক সময় একেক জন স্টিয়ারিং সিটে বসুন।

1 / 7
গাড়ির টায়ার, তেলের পরিমাণ ঠিক আছে কিনা দেখে নিন।

গাড়ির টায়ার, তেলের পরিমাণ ঠিক আছে কিনা দেখে নিন।

2 / 7
রাতে গাড়ি চালাবেন না। এমন জায়গায় রাত কাটান যেখানে লোকজন আছে।

রাতে গাড়ি চালাবেন না। এমন জায়গায় রাত কাটান যেখানে লোকজন আছে।

3 / 7
গাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল, খাবার রেখে দিন। বেশি লাগেজ বইবেন না।

গাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল, খাবার রেখে দিন। বেশি লাগেজ বইবেন না।

4 / 7
সুযোগ বুঝে গাড়ির তেল ভরিয়ে নিন। বর্ষাকাল যেহেতু, ভারী বৃষ্টিতে গাড়ি না চালানোই ভাল।

সুযোগ বুঝে গাড়ির তেল ভরিয়ে নিন। বর্ষাকাল যেহেতু, ভারী বৃষ্টিতে গাড়ি না চালানোই ভাল।

5 / 7
গাড়ির হেড লাইটের আলো ঠিক মতো জ্বলছে কিনা দেখে নিয়ে টুরে বেরোন।

গাড়ির হেড লাইটের আলো ঠিক মতো জ্বলছে কিনা দেখে নিয়ে টুরে বেরোন।

6 / 7
গাড়িতে বাড়তি টায়ার, যন্ত্রপাতি, ওষুধ রেখে দিন।

গাড়িতে বাড়তি টায়ার, যন্ত্রপাতি, ওষুধ রেখে দিন।

7 / 7
Follow Us: