Lipstick: কোরাল নাকি হট পিঙ্ক, এ বছর পুজোয় লিপস্টিকের কোন শেড ট্রেন্ডিং?

Makeup: পুজোয় নতুন লিপস্টিক ছাড়া সাজ জমে না। লিপস্টিক কিনতে গেলে কোন বিষয়ের খেয়াল রাখবেন এবং এ বছর কোন রঙটা সবচেয়ে বেশি ট্রেন্ডি, এক ঝলকে দেখে নিন।

| Edited By: | Updated on: Sep 25, 2022 | 8:25 AM
শুরু হয়ে গেল দেবীপক্ষ। এবার শুধু অপেক্ষা চারদিনের। পুজোর পোশাক ইতিমধ্যেই কেনা হয়ে গিয়েছে। কিন্তু বাকি রয়ে গিয়েছে লিপস্টিক। পুজোয় নতুন লিপস্টিক ছাড়া সাজ জমে না। লিপস্টিক কিনতে গেলে কোন বিষয়ের খেয়াল রাখবেন এবং এ বছর কোন রঙটা সবচেয়ে বেশি ট্রেন্ডি, এক ঝলকে দেখে নিন।

শুরু হয়ে গেল দেবীপক্ষ। এবার শুধু অপেক্ষা চারদিনের। পুজোর পোশাক ইতিমধ্যেই কেনা হয়ে গিয়েছে। কিন্তু বাকি রয়ে গিয়েছে লিপস্টিক। পুজোয় নতুন লিপস্টিক ছাড়া সাজ জমে না। লিপস্টিক কিনতে গেলে কোন বিষয়ের খেয়াল রাখবেন এবং এ বছর কোন রঙটা সবচেয়ে বেশি ট্রেন্ডি, এক ঝলকে দেখে নিন।

1 / 6
গায়ের রঙের সঙ্গে মানানসই লিপস্টিক বেছে নিন। এটা ভীষণ জরুরি। আপনার লিপস্টিকের রঙ পছন্দ বলেই যে সেটায় আপনাকে সুন্দর দেখাবে তা কিন্তু নয়। ত্বকের টোন অনুযায়ী লিপস্টিকের শেড বেছে নিন।

গায়ের রঙের সঙ্গে মানানসই লিপস্টিক বেছে নিন। এটা ভীষণ জরুরি। আপনার লিপস্টিকের রঙ পছন্দ বলেই যে সেটায় আপনাকে সুন্দর দেখাবে তা কিন্তু নয়। ত্বকের টোন অনুযায়ী লিপস্টিকের শেড বেছে নিন।

2 / 6
গায়ের রঙ উজ্জ্বল ফর্সা না হলে আপনাকে টুকটুকে লাল রঙের লিপস্টিক মানাবেন না। একইভাবে, যাঁদের গায়ের রঙ হালকা সোনালি থেকে বাদামি তাঁরা গোলাপি, বাদামি ঘেঁষা ন্যুড শেড বেছে নিতে পারেন।

গায়ের রঙ উজ্জ্বল ফর্সা না হলে আপনাকে টুকটুকে লাল রঙের লিপস্টিক মানাবেন না। একইভাবে, যাঁদের গায়ের রঙ হালকা সোনালি থেকে বাদামি তাঁরা গোলাপি, বাদামি ঘেঁষা ন্যুড শেড বেছে নিতে পারেন।

3 / 6
তবে লিপস্টিক যে শুধু গায়ের রঙের উপরই নির্ভর করে তা কিন্তু নয়। মানানসই লিপস্টিক বাছতে গেলে আপনার ব্যক্তিত্বের উপরও নজর দেওয়া জরুরি। যেমন ধরুন আপনি চাইলেই নীল বা সবুজ রঙের লিপস্টিক পরতে পারবেন না। তবে বেশ কিছু লিপস্টিক রয়েছে যা বোল্ড লুকের জন্য আদর্শ।

তবে লিপস্টিক যে শুধু গায়ের রঙের উপরই নির্ভর করে তা কিন্তু নয়। মানানসই লিপস্টিক বাছতে গেলে আপনার ব্যক্তিত্বের উপরও নজর দেওয়া জরুরি। যেমন ধরুন আপনি চাইলেই নীল বা সবুজ রঙের লিপস্টিক পরতে পারবেন না। তবে বেশ কিছু লিপস্টিক রয়েছে যা বোল্ড লুকের জন্য আদর্শ।

4 / 6
যে কোনও ধরনের পোশাক কিংবা ব্যক্তিত্বের সঙ্গে মেরুন আর লাল রঙ হল আদর্শ। ব্লোড লুক তৈরির জন্য এই দুটো শেড হাতের কাছে থাকলেই হবে। এছাড়াও আপনি বেছে নিতে পারেন ডার্ক রেড, ওয়াইনের মতো শেড। এতে আপনার ব্লোড লুক নজর কাড়বে।

যে কোনও ধরনের পোশাক কিংবা ব্যক্তিত্বের সঙ্গে মেরুন আর লাল রঙ হল আদর্শ। ব্লোড লুক তৈরির জন্য এই দুটো শেড হাতের কাছে থাকলেই হবে। এছাড়াও আপনি বেছে নিতে পারেন ডার্ক রেড, ওয়াইনের মতো শেড। এতে আপনার ব্লোড লুক নজর কাড়বে।

5 / 6
পুজোয় হালকা মেকআপ করার পরিকল্পনা রয়েছে? বেছে নিতে পারেন ন্যুড শেড। ত্বকের রঙ অনুযায়ী আপনি লাইট ব্রাউন থেকে শুরু করে পিঙ্ক রোজ, ন্যুড রোজ, ন্যুড গ্লস ইত্যাদি বেছে নিতে পারেন।

পুজোয় হালকা মেকআপ করার পরিকল্পনা রয়েছে? বেছে নিতে পারেন ন্যুড শেড। ত্বকের রঙ অনুযায়ী আপনি লাইট ব্রাউন থেকে শুরু করে পিঙ্ক রোজ, ন্যুড রোজ, ন্যুড গ্লস ইত্যাদি বেছে নিতে পারেন।

6 / 6
Follow Us: