দেশে আর মন টিকছে না। বিদেশে গিয়ে কাজ করতে চান, সেখানেই থাকতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর।
আপনি চাইলে স্বপ্নের দেশ সুইজ়ারল্যান্ডে গিয়ে থাকতে পারেন। ছবির মতো সাজানো এই দেশে কে না যেতে চায়। কিন্তু শুধু ঘোরা নয়, পাকাপাকি থাকার সুযোগ মিলছে এবার।
আলবিনেন নামে সুইজ়ারল্যান্ডের একটি গ্রামে বিনামূল্যে বসতি স্থাপন করার সুযোগ দিচ্ছে।
শুধু তাই নয়,আপনি যদি ওই গ্রামে গিয়ে পরিবার নিয়ে বসবাস করেন, তবে সুইস সরকারের তরফে আপনাকে টাকাও দেওয়া হবে।
এছাড়া আপনার পরিবারে যদি সন্তান থাকে, তবে ৯০০০ পাউন্ড করে দেবে সরকার। অর্থাৎ সন্তানের মাথা পিছু ৮ লক্ষ টাকা দেওয়া হবে।
যদি আপনার পরিবারে চারজন সদস্য থাকে, তবে প্রত্যেক প্রাপ্তবয়স্কের মাথাপিছু ২২ হাজার ৫০০ পাউন্ড দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ২২ লক্ষ টাকা।
তবে একটা শর্ত রয়েছে। এই গ্রামে বসবাস করলে, কমপক্ষে ১০ বছর থাকতেই হবে আলবিনেন গ্রামে।
যদি তার আগে এই গ্রাম ছেড়ে যেতে চান, তবে সরকার থেকে যে টাকা দেওয়া হয়েছিল, তা পুরোটাই ফেরত দিতে হবে।
এর জন্য আপনাকে বিশেষ কোনও আবেদন করতে হবে না। বৈধ পাসপোর্ট ও ভিসা থাকলেই আপনি সুইজ়ারল্যান্ডের এই গ্রামে গিয়ে থাকতে পারবেন।