TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক
Nov 08, 2021 | 2:44 PM
মাথায় বাঁধা গামছা,পরনে লুঙ্গি,মাথায় পুটলি নিয়ে পরিযায়ী শ্রমিক সেজে চাকরির দাবীতে অভিনব প্রতিবাদ টেট উত্তীর্ণ দের।
প্রাথমিকে নিয়োগের দাবিতে মিছিল চুঁচুড়ায়। ২০১৪ সালের টেট উত্তীর্ণ ২০ হাজারের মধ্যে এখনও ৮ হাজারের চাকরি নিশ্চিত করা হয়নি।
বর্ধমান ডিভিশনের কমিশনারের কাছে স্মারকলিপি দিতে মিছিল শুরু হয় চুঁচুড়া লঞ্চ ঘাট থেকে। মিছিল আখন বাজার হয়ে ঘরির মোর থেকে কোর্টের মাঠ দিয়ে কমিশনার অফিসের দিকে এগোলে পুলিশ মিছিল থামিয়ে দেয় অফিসের কিছুটা আগে।
প্রাথমিকে নিয়োগের দাবিতে এর আগেও জেলা শাসককে স্মারকলিপি জমা দিয়েছেন চাকরী প্রার্থীরা।সিঙ্গুরে মিছিল করেছেন।