Tiger Woods: বেড়াতে নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে প্রাক্তন বান্ধবীকে বাড়িছাড়া করলেন টাইগার!

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Mar 12, 2023 | 8:45 AM

গলফ কিংবদন্তি টাইগার উডস বরাবরই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকেন। দুই সন্তানের পিতা টাইগার ফের শিরোনামে একই কারণে। চালাকি করে তাঁর প্রাক্তন গার্লফ্রেন্ডকে সম্প্রতি বাড়ি থেকে বের করে দিয়েছেন তিনি। পাল্টা টাইগারের বিরুদ্ধে ৩০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন ওই মহিলা।

Mar 12, 2023 | 8:45 AM
ছয়বছর ধরে এরিকা হারমানের সঙ্গে সম্পর্কে ছিলেন টাইগার উডস। ফ্লোরিডার হোবে সাউন্ডে টাইগারের বিলাসবহুল বাড়িতে দীর্ঘ ছয়বছর ধরে বাস এরিকার। ২০২২ সালের অক্টোবর মাসে এরিকা ও টাইগারের সুখের সম্পর্কে ভাঙন ধরে। এর কারণ স্পষ্ট না হলেও এরিকার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন টাইগার। ব্রেক আপ হয়ে গেলেও টাইগারের বাড়ি ছাড়তে চাননি এরিকা। সম্পর্ক ভেঙে যাওয়ার পরও পাঁচ মাস ধরে বাস করছিলেন একই বাড়িতে। (ছবি:ইনস্টাগ্রাম)

ছয়বছর ধরে এরিকা হারমানের সঙ্গে সম্পর্কে ছিলেন টাইগার উডস। ফ্লোরিডার হোবে সাউন্ডে টাইগারের বিলাসবহুল বাড়িতে দীর্ঘ ছয়বছর ধরে বাস এরিকার। ২০২২ সালের অক্টোবর মাসে এরিকা ও টাইগারের সুখের সম্পর্কে ভাঙন ধরে। এর কারণ স্পষ্ট না হলেও এরিকার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন টাইগার। ব্রেক আপ হয়ে গেলেও টাইগারের বাড়ি ছাড়তে চাননি এরিকা। সম্পর্ক ভেঙে যাওয়ার পরও পাঁচ মাস ধরে বাস করছিলেন একই বাড়িতে। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 8
প্রাক্তনকে বাড়ি থেকে তাড়াতে পরিকল্পনা নেন টাইগার। বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে ব্যাগপত্র নিয়ে এরিকাকে বিমানবন্দরে যেতে বলে উডসের লোকজন। সেইমতো স্যুটকেস নিয়ে বিমানবন্দরে নামতেই এরিকার কাছে আসেন উডসের আইনজীবী। তিনি জানিয়ে দেন, উডসের বাড়িতে আর ঢুকতে পারবেন না এরিকা! সেখানে শুধু উডস ও তাঁর দুই সন্তানের থাকার অধিকার আছে, আর কারও নেই।  (ছবি:ইনস্টাগ্রাম)

প্রাক্তনকে বাড়ি থেকে তাড়াতে পরিকল্পনা নেন টাইগার। বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে ব্যাগপত্র নিয়ে এরিকাকে বিমানবন্দরে যেতে বলে উডসের লোকজন। সেইমতো স্যুটকেস নিয়ে বিমানবন্দরে নামতেই এরিকার কাছে আসেন উডসের আইনজীবী। তিনি জানিয়ে দেন, উডসের বাড়িতে আর ঢুকতে পারবেন না এরিকা! সেখানে শুধু উডস ও তাঁর দুই সন্তানের থাকার অধিকার আছে, আর কারও নেই। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 8
টাইগার উডসের ট্রফির সংখ্যার সঙ্গে পাল্লা দিতে পারে তাঁর বান্ধবীর সংখ্যা। ৪৭ বছরের উডসের এখনও পর্যন্ত প্রকাশ্যে ১১ জন বান্ধবীকে দেখা গিয়েছে। ১৯৯০-এর শেষ এবং ২০০০ সালের শুরুর দিকে উডসের হাত ধরে ঘুরতে দেখা যেত আইনের ছাত্রী সুন্দরী জোয়ানাকে। সেই সম্পর্কও শেষ হয়েছিল তিক্ততায়। অভিযোগ, জোয়ানার সঙ্গে টু টাইমিং করছিলেন উডস।(ছবি:ইনস্টাগ্রাম)

টাইগার উডসের ট্রফির সংখ্যার সঙ্গে পাল্লা দিতে পারে তাঁর বান্ধবীর সংখ্যা। ৪৭ বছরের উডসের এখনও পর্যন্ত প্রকাশ্যে ১১ জন বান্ধবীকে দেখা গিয়েছে। ১৯৯০-এর শেষ এবং ২০০০ সালের শুরুর দিকে উডসের হাত ধরে ঘুরতে দেখা যেত আইনের ছাত্রী সুন্দরী জোয়ানাকে। সেই সম্পর্কও শেষ হয়েছিল তিক্ততায়। অভিযোগ, জোয়ানার সঙ্গে টু টাইমিং করছিলেন উডস।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 8
জোয়ানার সঙ্গে সম্পর্কে থাকাকালীন এলিন নর্ডিগ্রিনের সঙ্গেও ডেট করছিলেন উডস। সুইডিশ গলফার জেসপার পারনেভিকের বাচ্চার দেখভাল করতেন এলিন। তাঁর ভাগ্য খুলে যায় টাইগারের সঙ্গে দেখা হওয়ার পর। ২০০৯ সালে বার্বাডোজে এলিনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন টাইগার। যদিও ক্যাসানোভা টাইপের উডসের সঙ্গে বেশিদিন ঘর করতে পারেননি এলিন। কিছুদিনের মধ্যেই ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের জন্য ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হয় প্রথম স্ত্রীকে। (ছবি:ইনস্টাগ্রাম)

জোয়ানার সঙ্গে সম্পর্কে থাকাকালীন এলিন নর্ডিগ্রিনের সঙ্গেও ডেট করছিলেন উডস। সুইডিশ গলফার জেসপার পারনেভিকের বাচ্চার দেখভাল করতেন এলিন। তাঁর ভাগ্য খুলে যায় টাইগারের সঙ্গে দেখা হওয়ার পর। ২০০৯ সালে বার্বাডোজে এলিনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন টাইগার। যদিও ক্যাসানোভা টাইপের উডসের সঙ্গে বেশিদিন ঘর করতে পারেননি এলিন। কিছুদিনের মধ্যেই ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের জন্য ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হয় প্রথম স্ত্রীকে। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 8
টিভি স্টার এবং প্লে বয় মডেল লরেডানা জোলির সঙ্গে শুধুমাত্র শারীরিক সম্পর্ক ছিল উডসের। ২০০৬ সালে ২০০৮ সাল পর্যন্ত চলেছিল উডসের এই অ্যাডভেঞ্চার। লরেডানার দাবি, উডস তাঁর সঙ্গে থ্রিসাম করতে ভালোবাসতেন। সবসময় যৌনগন্ধী মেসেজ ও ছবি পাঠাতেন। (ছবি:ইনস্টাগ্রাম)

টিভি স্টার এবং প্লে বয় মডেল লরেডানা জোলির সঙ্গে শুধুমাত্র শারীরিক সম্পর্ক ছিল উডসের। ২০০৬ সালে ২০০৮ সাল পর্যন্ত চলেছিল উডসের এই অ্যাডভেঞ্চার। লরেডানার দাবি, উডস তাঁর সঙ্গে থ্রিসাম করতে ভালোবাসতেন। সবসময় যৌনগন্ধী মেসেজ ও ছবি পাঠাতেন। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 8
 নাইট ক্লাবের হোস্টেস ব়্যাচেল উচিটেলের সঙ্গে ২০০৯ সালে লাস ভেগাসে পরিচয় হয় উডসের। দু'জনে কিছুদিন ধরে ডেট করেছিলেন। (ছবি:ইনস্টাগ্রাম)

নাইট ক্লাবের হোস্টেস ব়্যাচেল উচিটেলের সঙ্গে ২০০৯ সালে লাস ভেগাসে পরিচয় হয় উডসের। দু'জনে কিছুদিন ধরে ডেট করেছিলেন। (ছবি:ইনস্টাগ্রাম)

6 / 8
লঁজারি মডেল জেমি জুঙ্গারস ১৮ মাস ধরে উডসের সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০০৬ সালে উডসের বাবা মারা যাওয়ার পর জেমির কাঁধ পেয়েছিলেন গলফ তারকা। শোনা যায়, টাইগারের সঙ্গে সম্পর্ক জেমির জীবন বিপর্যস্ত করে দিয়েছিল। তিনি একবার আত্মঘাতী হওয়ার চেষ্টাও করেছিলেন। (ছবি:ইনস্টাগ্রাম)

লঁজারি মডেল জেমি জুঙ্গারস ১৮ মাস ধরে উডসের সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০০৬ সালে উডসের বাবা মারা যাওয়ার পর জেমির কাঁধ পেয়েছিলেন গলফ তারকা। শোনা যায়, টাইগারের সঙ্গে সম্পর্ক জেমির জীবন বিপর্যস্ত করে দিয়েছিল। তিনি একবার আত্মঘাতী হওয়ার চেষ্টাও করেছিলেন। (ছবি:ইনস্টাগ্রাম)

7 / 8
পর্নস্টার হোলি স্যাম্পসন দাবি করেছিলেন, ৪৫ মিনিট ধরে উডস এবং আরও দুই পুরুষের সঙ্গে এক বিছানায় কাটান তিনি। গোটা সময়টা ধরে উডসের হাসি নাকি থামছিলই না।  (ছবি:ইনস্টাগ্রাম)

পর্নস্টার হোলি স্যাম্পসন দাবি করেছিলেন, ৪৫ মিনিট ধরে উডস এবং আরও দুই পুরুষের সঙ্গে এক বিছানায় কাটান তিনি। গোটা সময়টা ধরে উডসের হাসি নাকি থামছিলই না। (ছবি:ইনস্টাগ্রাম)

8 / 8

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla