Baldness Prevention: ছেলেদের অল্প বয়সেই টাক পড়ার জন্য দায়ী কিন্তু প্রতিদিনের চুল ধোয়ার পদ্ধতি…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Jan 14, 2022 | 10:06 AM

চুল পড়ার সমস্যায় নারী-পুরুষ সবাই কমবেশি ভোগেন। তবে পুরুষের মাথার চুল পড়ে টাক হওয়ার ঘটনা বেশি দেখা যায়। যদিও টাক পড়ার সমস্যা বংশগত হতে পারে। তবে শ্যাম্পু করার ভুলেও চুল পড়তে পারে।

1 / 6
চুল পরিষ্কার করার সময়ে অজান্তেই কিছু ভুল করে ফেলেন ছেলেরা। সেই কারণেই অনেক সময় কম বয়সেই চুল পড়ে টাক পড়ে যায় প্রবণতা তৈরি হয়।

চুল পরিষ্কার করার সময়ে অজান্তেই কিছু ভুল করে ফেলেন ছেলেরা। সেই কারণেই অনেক সময় কম বয়সেই চুল পড়ে টাক পড়ে যায় প্রবণতা তৈরি হয়।

2 / 6
বিশেষজ্ঞদের মতে ছেলেদের যেসব ভুলে মাথায় টাক পড়ে যাচ্ছে তার একটি হল মাথার চুল পরিষ্কারের পদ্ধতি। চুলে শ্যাম্পু করা বেশির ভাগ ছেলেই খুব স্বাভাবিক ভাবেন। কিন্তু আসলে ব্যাপারটা তত সহজও নয়।

বিশেষজ্ঞদের মতে ছেলেদের যেসব ভুলে মাথায় টাক পড়ে যাচ্ছে তার একটি হল মাথার চুল পরিষ্কারের পদ্ধতি। চুলে শ্যাম্পু করা বেশির ভাগ ছেলেই খুব স্বাভাবিক ভাবেন। কিন্তু আসলে ব্যাপারটা তত সহজও নয়।

3 / 6
প্রচণ্ড গরম জল চুলের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ঈষদুষ্ণ জল শ্যাম্পু করা সবচেয়ে ভাল। কিন্তু অনেকেই এটা না বুঝে প্রত্যেকদিন গরম জলে চুল ধুয়ে ফেলেন। তাতেও চুল পড়ার সমস্যা বাড়ে।

প্রচণ্ড গরম জল চুলের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ঈষদুষ্ণ জল শ্যাম্পু করা সবচেয়ে ভাল। কিন্তু অনেকেই এটা না বুঝে প্রত্যেকদিন গরম জলে চুল ধুয়ে ফেলেন। তাতেও চুল পড়ার সমস্যা বাড়ে।

4 / 6
অনেক ছেলের এমন ভুল ধারণা আছে যে কন্ডিশনার শুধু মেয়েদের জন্য। কিন্তু সেটা ঠিক একেবারেই নয়। শ্যাম্পু করার পর চুলের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়।

অনেক ছেলের এমন ভুল ধারণা আছে যে কন্ডিশনার শুধু মেয়েদের জন্য। কিন্তু সেটা ঠিক একেবারেই নয়। শ্যাম্পু করার পর চুলের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়।

5 / 6
রোজকার ধুলো-ময়লা-তেল পরিষ্কার করতে প্রত্যেকদিন শ্যাম্পু ব্যবহার করলে চুল রুক্ষ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি। চুল পড়ার সমস্যা বাড়বে।

রোজকার ধুলো-ময়লা-তেল পরিষ্কার করতে প্রত্যেকদিন শ্যাম্পু ব্যবহার করলে চুল রুক্ষ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি। চুল পড়ার সমস্যা বাড়বে।

6 / 6
শ্যাম্পুর পর অনেকেই তোয়ালে দিয়ে ঘঁষে ঘঁষে চুল মোছেন। যা ভুল অভ্যাস। ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকায় জোরে ঘঁষলে চুল পড়তে পারে। আলতোভাবে নরম তোয়ালে দিয়ে চুল মুছুন।

শ্যাম্পুর পর অনেকেই তোয়ালে দিয়ে ঘঁষে ঘঁষে চুল মোছেন। যা ভুল অভ্যাস। ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকায় জোরে ঘঁষলে চুল পড়তে পারে। আলতোভাবে নরম তোয়ালে দিয়ে চুল মুছুন।

Next Photo Gallery