TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Feb 20, 2022 | 10:43 AM
বই পড়ার অভ্যাস তৈরির জন্য প্রথমত, মন পরিষ্কার করে পড়তে বসুন। মনের মধ্যে কনোরকম চিন্তা নিয়ে বইপড়া শুরু করবেন না।
সতেজ মন নিয়ে বই পড়া শুরু করলে বইয়ের তথ্য সহজে মনের গভীরে প্রবেশ করে। এতে বইপড়ার অভ্যাস বৃদ্ধি পায়। তাই প্রতিদিন বইপড়ার চেষ্টা করুন।
কোনও বই পড়ার শুরুতে ভাল না লাগলে সেটি এড়িয়ে যেতে হবে। যে বইপড়ে আনন্দ পাবেন সেই বই পড়া শুরু করুন।
বই পড়ার অভ্যাস বাড়ানোর জন্য শব্দ ভান্ডার বৃদ্ধির করুন। অর্থাৎ আপনার যত বেশি শব্দ জানা থাকবে, বইয়ের কঠিন শব্দ থাকলেও তা সহজতর হয়ে উঠবে।
প্রতিদিন বা সপ্তাহে একটা নির্দিষ্ট সময়ে পছন্দের বইয়ের কমপক্ষে কয়েক পাতা পড়ুন। দেখবেন পড়ার অভ্যাস বৃদ্ধি পাবে।