Ravichandran Ashwin’s Birthday: ৩৫ এ পা দিলেন রবিচন্দ্রন অশ্বিন

ভারতের তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) আজ ৩৫ এ পা দিলেন। বর্তমানে আইপিএলের দ্বিতীয় পর্বের জন্য তিনি দুবাইতে আছেন। জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় অশ্বিনকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই, আইসিসি থেকে শুরু করে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, সতীর্থ ইশান্ত শর্মাসহ অনেকেই। ভারত-ইংল্যান্ড সিরিজে স্কোয়াডে থাকলেও ইংল্যান্ডের ২২ গজে নামার সুযোগ পাননি অশ্বিন। তবে আসন্ন টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন তিনি। দিল্লির হয়ে এ বারের আইপিএলে খেলছেন তিনি। আইপিএলের মঞ্চে ভালো পারফর্মই করেন। এ বার তাই ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে টি-২০ বিশ্বকাপে তাঁকে মাঠে দেখা যায় কিনা সেদিকে। জন্মদিনে এক নজরে দেখে নেওয়া অশ্বিনের কেরিয়ারের সাফল্য।

| Edited By: | Updated on: Sep 17, 2021 | 4:45 PM
রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) নিজের কেরিয়ারে ৭৯ টি টেস্ট ম্যাচে ৪১৩টি উইকেট নিয়েছেন। পাশাপাশি লাল বলের ক্রিকেটে অশ্বিনের নামের পাশে রয়েছে ২৬৮৫ রান। (সৌজন্যে-রবিচন্দ্রন অশ্বিন টুইটার)

রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) নিজের কেরিয়ারে ৭৯ টি টেস্ট ম্যাচে ৪১৩টি উইকেট নিয়েছেন। পাশাপাশি লাল বলের ক্রিকেটে অশ্বিনের নামের পাশে রয়েছে ২৬৮৫ রান। (সৌজন্যে-রবিচন্দ্রন অশ্বিন টুইটার)

1 / 4
১১১ টি ওয়ান ডে ম্যাচে অশ্বিনের (Ravichandran Ashwin) ঝুলিতে এসেছে ১৫০টি উইকেট। একদিনের ম্যাচে অশ্বিন করেছেন ৬৭৫ রান। (সৌজন্যে-রবিচন্দ্রন অশ্বিন টুইটার)

১১১ টি ওয়ান ডে ম্যাচে অশ্বিনের (Ravichandran Ashwin) ঝুলিতে এসেছে ১৫০টি উইকেট। একদিনের ম্যাচে অশ্বিন করেছেন ৬৭৫ রান। (সৌজন্যে-রবিচন্দ্রন অশ্বিন টুইটার)

2 / 4
টি-২০ ক্রিকেটে ৪৬টি ম্যাচে অশ্বিনের উইকেট সংগ্রহ ৫২টি। কুড়ি-বিশের ক্রিকেটে তিনি রান করেছেন ১২৩। (সৌজন্যে-রবিচন্দ্রন অশ্বিন টুইটার)

টি-২০ ক্রিকেটে ৪৬টি ম্যাচে অশ্বিনের উইকেট সংগ্রহ ৫২টি। কুড়ি-বিশের ক্রিকেটে তিনি রান করেছেন ১২৩। (সৌজন্যে-রবিচন্দ্রন অশ্বিন টুইটার)

3 / 4
অশ্বিন মোট ৩০ বার ৫ টি উইকেট নিয়েছেন। এবং, ৭ বার তিনি ১০ উইকেট নিয়েছেন। (সৌজন্যে-রবিচন্দ্রন অশ্বিন টুইটার)

অশ্বিন মোট ৩০ বার ৫ টি উইকেট নিয়েছেন। এবং, ৭ বার তিনি ১০ উইকেট নিয়েছেন। (সৌজন্যে-রবিচন্দ্রন অশ্বিন টুইটার)

4 / 4
Follow Us: