Premier League: কাজে এল না ওয়েস্ট হ্যামের লড়াই, নাটকীয় জয় হ্যারি কেনদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 02, 2022 | 11:40 AM

নতুন বছরের প্রথম দিন প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ক্রিস্টাল প্যালেসের (Crystal Palace) মুখে নেমেছিল ওয়েস্ট হ্যাম (West Ham)। অন্যদিকে ওয়াটফোর্ডের (Watford) বিরুদ্ধে নেমেছিল টটেনহ্যাম হটস্পার (Tottenham Hotspur)। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও ওয়েস্ট হ্যামের কাছে ২-৩ গোলে হেরে নতুন বছর শুরু করল ক্রিস্টাল প্যালেস। এবং গোলশূন্য অবস্থায় শেষ হতে চলা ওয়াটফোর্ড-টটেনহ্যাম হটস্পার ম্যাচের মোড়, নাটকীয়ভাবে শেষ মুহূর্তে ঘুরিয়ে দেন টটেনহ্যামের ডেভিনসন সানচেজ। ফলে ১-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়েন হ্যারি কেনরা।

1 / 5
ম্যাচের ২২ মিনিটে ওয়েস্ট হ্যামের হয়ে প্রথম গোল করেন মাইকেল আন্তোনিও (Michail Antonio)।

ম্যাচের ২২ মিনিটে ওয়েস্ট হ্যামের হয়ে প্রথম গোল করেন মাইকেল আন্তোনিও (Michail Antonio)।

2 / 5
২৫ মিনিটে এবং প্রথমার্ধের সংযুক্ত সময়ে (৪৫+৫ পেনাল্টি থেকে) দুটি গোল করেন ম্যানুয়েল লানজিনি (Manuel Lanzini)।

২৫ মিনিটে এবং প্রথমার্ধের সংযুক্ত সময়ে (৪৫+৫ পেনাল্টি থেকে) দুটি গোল করেন ম্যানুয়েল লানজিনি (Manuel Lanzini)।

3 / 5
ম্যাচের ৮৩ মিনিটে ও ৯০ মিনিটের মাথায় পর পর দুটি গোল শোধ করলেও শেষরক্ষা করতে পারেনি ক্রিস্টাল প্যালেস। পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট হ্যাম।

ম্যাচের ৮৩ মিনিটে ও ৯০ মিনিটের মাথায় পর পর দুটি গোল শোধ করলেও শেষরক্ষা করতে পারেনি ক্রিস্টাল প্যালেস। পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট হ্যাম।

4 / 5
গোলশূন্য অবস্থায় শেষ হতে যাচ্ছিল ওয়াটফোর্ড-টটেনহ্যাম হটস্পারের ম্যাচ। কিন্তু অতিরিক্ত সময়ে (৯০+৬ মিনিটে) একমাত্র গোলটি করে টটেনহ্যামকে জিতিয়ে দেন ডেভিনসন সানচেজ (Davinson Sanchez)।

গোলশূন্য অবস্থায় শেষ হতে যাচ্ছিল ওয়াটফোর্ড-টটেনহ্যাম হটস্পারের ম্যাচ। কিন্তু অতিরিক্ত সময়ে (৯০+৬ মিনিটে) একমাত্র গোলটি করে টটেনহ্যামকে জিতিয়ে দেন ডেভিনসন সানচেজ (Davinson Sanchez)।

5 / 5
এই মুহূর্তে ম্যান ইউকে টপকে লিগ টেবলের ছয় নম্বরে রয়েছে টটেনহ্যাম। ১৮ ম্যাচে ৩৩ পয়েন্ট রয়েছে হ্যারি কেনদের।

এই মুহূর্তে ম্যান ইউকে টপকে লিগ টেবলের ছয় নম্বরে রয়েছে টটেনহ্যাম। ১৮ ম্যাচে ৩৩ পয়েন্ট রয়েছে হ্যারি কেনদের।

Next Photo Gallery
Mouni Roy Fashion: কালো বিকিনিতে নতুন বছরকে আহ্বান জানালেন মৌনি রায়, তাঁর সেই ছবির কিছু ঝলক দেখে নিন…
Corn Silk Tea: লিভার ও হৃদরোগের সমস্যা থেকে মুক্তি পেতে পান করুন ভুট্টার ভুসির চা! কীভাবে বানাবেন, জানুন