Bangla NewsPhoto gallery Tottenham Hotspur beat Watford and West Ham beat Crystal Palace in Premier League
Premier League: কাজে এল না ওয়েস্ট হ্যামের লড়াই, নাটকীয় জয় হ্যারি কেনদের
নতুন বছরের প্রথম দিন প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ক্রিস্টাল প্যালেসের (Crystal Palace) মুখে নেমেছিল ওয়েস্ট হ্যাম (West Ham)। অন্যদিকে ওয়াটফোর্ডের (Watford) বিরুদ্ধে নেমেছিল টটেনহ্যাম হটস্পার (Tottenham Hotspur)। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও ওয়েস্ট হ্যামের কাছে ২-৩ গোলে হেরে নতুন বছর শুরু করল ক্রিস্টাল প্যালেস। এবং গোলশূন্য অবস্থায় শেষ হতে চলা ওয়াটফোর্ড-টটেনহ্যাম হটস্পার ম্যাচের মোড়, নাটকীয়ভাবে শেষ মুহূর্তে ঘুরিয়ে দেন টটেনহ্যামের ডেভিনসন সানচেজ। ফলে ১-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়েন হ্যারি কেনরা।