Kanishka Maity | Edited By: অবন্তিকা প্রামাণিক
Dec 25, 2023 | 3:08 PM
শুরু হয়ে গিয়েছে ফেস্টিভ মুড। আর বাঙালির কাছে ছুটি মানেই প্রিয় স্থান 'দি-পু-দা'। আর বড়দিনে দিঘায় উপচে পড়ছে ভিড়।
একদিকে চলছে দেদার খাওয়া-দাওয়া, অন্যদিকে আড্ডা। আর বাড়তি পাওনা সমুদ্র স্নান।
ওল্ড দিঘা থেকে নিউ দিঘা বাদ যাচ্ছে না কিছু। গিজগিজ করছে মানুষের ভিড়। সকাল থেকেই কেউ ব্যস্ত হয়ে পড়েছেন সমুদ্র স্নানে।
কেউ আবার ব্যস্ত বসে রয়েছেন নিছকই আড্ডা দিতে।
পর্যটকদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কোনও রকম যাতে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রস্তুত রয়েছে দিঘা পুলিশ প্রশাসন সহ নুলিয়ারাও
একদিকে উইকেন্ড অন্যদিকে বড়দিনের ছুটির আনন্দের মেজাজে মেতে উঠেছে সৈকত সুন্দরী দিঘা