Durga Puja 2022: ছোট্ট টিপ, হালকা লিপস্টিক! অষ্টমীর সাজে কাজল ঘেঁটে যেন না যায়…

TV9 Bangla Digital | Edited By: megha

Oct 03, 2022 | 8:30 AM

Makeup Tips: অষ্টমীর সকালে শাড়ি মাস্ট। আর প্রিয় পুরুষের নজর কাড়তে লিপস্টিক আর কাজলই যথেষ্ট। কিন্তু কাজল পরলেই স্মাজ করে সাজ নষ্টের ভয়? এই উপায়ে কাজল পরুন...

1 / 6
অষ্টমীর সকালে শাড়ি মাস্ট। আর প্রিয় পুরুষের নজর কাড়তে লিপস্টিক আর কাজলই যথেষ্ট। কিন্তু কাজল পরলেই স্মাজ করে সাজ নষ্টের ভয়? এই উপায়ে কাজল পরুন, গরমের মধ্যেও ঘাঁটবে না অষ্টমীর সাজ।

অষ্টমীর সকালে শাড়ি মাস্ট। আর প্রিয় পুরুষের নজর কাড়তে লিপস্টিক আর কাজলই যথেষ্ট। কিন্তু কাজল পরলেই স্মাজ করে সাজ নষ্টের ভয়? এই উপায়ে কাজল পরুন, গরমের মধ্যেও ঘাঁটবে না অষ্টমীর সাজ।

2 / 6
কাজল লাগানোর আগে ভাল করে চোখের চারপাশ পরিষ্কার করে নিন। প্রয়োজনে ঠান্ডা টি ব্যাগ কিংবা বরফ ব্যবহার করতে পারেন। এতে চোখের চারপাশের ত্বক থেকে তেল, ঘাম দূর হয়ে যাবে।

কাজল লাগানোর আগে ভাল করে চোখের চারপাশ পরিষ্কার করে নিন। প্রয়োজনে ঠান্ডা টি ব্যাগ কিংবা বরফ ব্যবহার করতে পারেন। এতে চোখের চারপাশের ত্বক থেকে তেল, ঘাম দূর হয়ে যাবে।

3 / 6
কাজল পরার আগে ত্বকের প্রাইমার ব্যবহার করুন। চোখের চারপাশের ত্বকে প্রাইমার বেস যেন বাদ না যায়, সেই দিকে খেয়াল রাখুন। এটি মেকআপের পাশাপাশি কাজল দীর্ঘক্ষণ স্থায়ী থাকবে।

কাজল পরার আগে ত্বকের প্রাইমার ব্যবহার করুন। চোখের চারপাশের ত্বকে প্রাইমার বেস যেন বাদ না যায়, সেই দিকে খেয়াল রাখুন। এটি মেকআপের পাশাপাশি কাজল দীর্ঘক্ষণ স্থায়ী থাকবে।

4 / 6
কাজল পরার আগে চোখের পাতায় এবং চোখের নীচে ফাইন্ডেশন কিংবা কনসিলার ব্যবহার করুন। প্রয়োজনে আপনি বিবি ক্রিম বা সিসি ক্রিমও ব্যবহার করতে পারেন। এতে ম্যাট ফিনিশ ত্বক পাবেন।

কাজল পরার আগে চোখের পাতায় এবং চোখের নীচে ফাইন্ডেশন কিংবা কনসিলার ব্যবহার করুন। প্রয়োজনে আপনি বিবি ক্রিম বা সিসি ক্রিমও ব্যবহার করতে পারেন। এতে ম্যাট ফিনিশ ত্বক পাবেন।

5 / 6
এক স্টোকে কাজল পরবেন না। চোখের ভিতের কোণ থেকে কাজল পরা শুরু করুন। প্রথমেই মোটা করে কাজল পরবেন না। ছোট ছোট স্ট্রোকে সুরু করে কাজল পরুন। এতে স্মাজ হওয়ার সম্ভাবনা বেশি।

এক স্টোকে কাজল পরবেন না। চোখের ভিতের কোণ থেকে কাজল পরা শুরু করুন। প্রথমেই মোটা করে কাজল পরবেন না। ছোট ছোট স্ট্রোকে সুরু করে কাজল পরুন। এতে স্মাজ হওয়ার সম্ভাবনা বেশি।

6 / 6
কাজল লাগানোর আগে অ্যাইশ্যাডো পরে নিন। আর কাজল পরার পর কালো অ্যাইশ্যাডো দিয়ে কাজলের উপর একটা প্রলেপ দিন। এর জন্য একটি ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করবেন। এতে কাজল স্মাজ হবে না।

কাজল লাগানোর আগে অ্যাইশ্যাডো পরে নিন। আর কাজল পরার পর কালো অ্যাইশ্যাডো দিয়ে কাজলের উপর একটা প্রলেপ দিন। এর জন্য একটি ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করবেন। এতে কাজল স্মাজ হবে না।

Next Photo Gallery
Real Madrid: বেঞ্জেমার পেনাল্টি মিস, পয়েন্ট নষ্ট রিয়ালের
Dust Allergy Prevention: উৎসবের আবহে ডাস্ট অ্যালার্জির শিকার? ডায়েটে যা কিছু রাখবেন…