Skin Care: ত্বক যেমনই হোক, শীতে এর একটু বেশি খেয়াল রাখতে হয়!
TV9 Bangla Digital | Edited By: megha
Nov 04, 2021 | 8:44 AM
শীত পড়ার সঙ্গে সঙ্গেই ত্বকেরও পরিবর্তন দেখা দেয়। যাদের শুষ্ক বা তৈলাক্ত ত্বক তাঁরা তো কমবেশি যত্ন নেন ত্বকের। তবে যাঁদের স্কিন টাইপ নরম্যাল, তাঁদেরও এই শীতে খেয়াল রাখতে হবে ত্বকের। ভাবছেন খুব কঠিন কাজ? তাহলে দেখে নিন এক নজরে...
1 / 5
কলার ফেস প্যাক: কলার ফেস প্যাক আপনার ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনবে। এর জন্য অর্ধেক কলাকে বেটে তাতে অল্প মধু মিশিয়ে ত্বকের ওপর ৩০ মিনিট রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এটি ব্যবহার করুন।
2 / 5
আমন্ড অয়েল: আপনি যদি ত্বকের ওপর সিরাম ব্যবহার না করেন, তাহলে আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন। আমন্ডের মধ্যে ভিটামিন ই রয়েছে, যা ত্বক পুনর্গঠনে সাহায্য করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েক ফোঁটা আমন্ড অয়েল নিয়ে ত্বকের ওপর ম্যাসেজ করুন।
3 / 5
ওটমিল ও দুধ: বাজারে যে সব স্ক্রাবার পাওয়া যায় সেগুলি আপনি ব্যবহার করা পছন্দ করেন না? তাহলে বাড়িতেই তৈরি করে নিন স্ক্রাবার ও মাস্ক। ওটমিলের সঙ্গে দুধ মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন এবং ২০ মিনিট পর সেটা স্ক্রাব করে তুলে ফেলুন। নিমেষের মধ্যে পেয়ে যাবে কোমল ত্বক।
4 / 5
দই: শীতে আপনার নরম্যাল থেকে শুষ্ক হয়ে যায় ত্বক? সামান্য দইতে এক চামচ মধু মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন। ১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে দূর হয়ে যাবে ত্বকের শুষ্কভাব।
5 / 5
অ্যালোভেরা: ত্বকের সমস্যার জন্য অ্যালোভেরার থেকে আর কিছু হয় না। আপনি প্রতিদিন অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন ত্বককে ময়েশ্চারাইজ করার জন্য।