TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Jan 05, 2023 | 8:05 PM
এক সপ্তাহের ছুটি কাটিয়ে অনুশীলন শুরু এটিকে মোহনবাগানের। (ছবি নিজস্ব)
সবুজ-মেরুনের অনুশীলনে যোগ দুই নবাগত বিদেশির।(ছবি নিজস্ব)
দলের সঙ্গে অনুশীলন করলেন উরুগুয়ের অ্যাটাকিং মিডিও ফেডরিকো গ্যালেগো।(ছবি:এটিকে মোহনবাগান টুইটার পেজ)
মন্টেনেগ্রোর ডিফেন্ডার স্লাভকো দামজানোভিচও প্রথম দিন দলের সঙ্গে অনুশীলন করলেন।(ছবি:এটিকে মোহনবাগান টুইটার পেজ)
১৪ তারিখ এটিকে মোহনবাগানের পরবর্তী ম্যাচ। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি।(ছবি নিজস্ব)
লিগ টেবিলে প্রথম দুইয়ে থাকাই লক্ষ্য এটিকে মোহনবাগানের। নতুন দুই বিদেশি যোগ দেওয়ায় দল আরও মজবুত হল বলে মনে করছেন সমর্থকরা।(ছবি নিজস্ব)