Unexplained Weight Loss: হঠাৎ করেই কমছে ওজন? সাবধান, হতে পারে এই ৬ রোগের লক্ষণ

Sudden weight loss: অনেক সময় হজমের সমস্যা থেকেও দ্রুত ওজন কমে যায়। যদি দেখেন এই সমস্যা হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ হবেনই

| Edited By: | Updated on: Jan 08, 2023 | 6:46 PM
ওজন বেশি থাকা মোটেও কাজের কথা নয়। ওজন বাড়লেই সেখান থেকে আসে একাধিক সমস্যা। তবে অহেতুক ওজন কমলেও সতর্ক হতে হবে। তোনও রকম চেষ্টা না করা ছাড়াই যদি ওজন কমতে থাকে তাহলে তা কিন্তু কোনও গুরুতর সমস্যারই ইঙ্গিত দেয়।

ওজন বেশি থাকা মোটেও কাজের কথা নয়। ওজন বাড়লেই সেখান থেকে আসে একাধিক সমস্যা। তবে অহেতুক ওজন কমলেও সতর্ক হতে হবে। তোনও রকম চেষ্টা না করা ছাড়াই যদি ওজন কমতে থাকে তাহলে তা কিন্তু কোনও গুরুতর সমস্যারই ইঙ্গিত দেয়।

1 / 6
ওবেসিটি থাকলে সেখান থেকে হার্টের সমস্যা, হার্টের অসুখ, ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল এসব বাড়তে থাকে। ওজন কমার একাধিক কারণ থাকে। তবে একমাসে বা তার কম সময়ের মধ্যে যদি কোনও প্রচেষ্টা ছাড়াই ১০ শতাংশ ওজন কমে তাহলে সতর্ক হতেই হবে।

ওবেসিটি থাকলে সেখান থেকে হার্টের সমস্যা, হার্টের অসুখ, ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল এসব বাড়তে থাকে। ওজন কমার একাধিক কারণ থাকে। তবে একমাসে বা তার কম সময়ের মধ্যে যদি কোনও প্রচেষ্টা ছাড়াই ১০ শতাংশ ওজন কমে তাহলে সতর্ক হতেই হবে।

2 / 6
ওজন কমার প্রাথমিক ইঙ্গিত হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসের সমস্যা এখন ঘরে ঘরে। আর সুগার হলে খুব দ্রুত ওয়েট লস হয়। সেই সঙ্গে রাতে বার বার প্রস্রাব পাওয়া থেকে শুরু করে ক্লান্তি একাধিক সমস্যা থাকে।

ওজন কমার প্রাথমিক ইঙ্গিত হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসের সমস্যা এখন ঘরে ঘরে। আর সুগার হলে খুব দ্রুত ওয়েট লস হয়। সেই সঙ্গে রাতে বার বার প্রস্রাব পাওয়া থেকে শুরু করে ক্লান্তি একাধিক সমস্যা থাকে।

3 / 6
হাইপারথাইরয়েড হলেও ওজন কমে যায়। শরীরে থাইরয়েড হরমোন যদি প্রয়োজনের তুলনায় বেশি উৎপন্ন হয় তখনই হয় হাইপারথাইরয়েডের সমস্যা। হঠাৎ করে বেশি শীত লাগলে, স্নান করতে গেলে দমবন্ধ হয়ে আসবে আগে চিকিৎসকের কাছে যান।

হাইপারথাইরয়েড হলেও ওজন কমে যায়। শরীরে থাইরয়েড হরমোন যদি প্রয়োজনের তুলনায় বেশি উৎপন্ন হয় তখনই হয় হাইপারথাইরয়েডের সমস্যা। হঠাৎ করে বেশি শীত লাগলে, স্নান করতে গেলে দমবন্ধ হয়ে আসবে আগে চিকিৎসকের কাছে যান।

4 / 6
শরীরে কোনও রকম ইনফেকশন হলেও সেখান থেকে ওজন কমতে পারে। টিবি আজকাল অনেকেরই হচ্ছে। আর এই অসুখ থেকেও কিন্তু ওজন কমে যেতে পারে। যদি সংক্রমণ লেগেই থাকে তাহলে আগে সতর্ক হন।

শরীরে কোনও রকম ইনফেকশন হলেও সেখান থেকে ওজন কমতে পারে। টিবি আজকাল অনেকেরই হচ্ছে। আর এই অসুখ থেকেও কিন্তু ওজন কমে যেতে পারে। যদি সংক্রমণ লেগেই থাকে তাহলে আগে সতর্ক হন।

5 / 6
শরীরে কোনও রকম ইনফেকশন হলেও সেখান থেকে ওজন কমতে পারে। টিবি আজকাল অনেকেরই হচ্ছে। আর এই অসুখ থেকেও কিন্তু ওজন কমে যেতে পারে। যদি সংক্রমণ লেগেই থাকে তাহলে আগে সতর্ক হন।

শরীরে কোনও রকম ইনফেকশন হলেও সেখান থেকে ওজন কমতে পারে। টিবি আজকাল অনেকেরই হচ্ছে। আর এই অসুখ থেকেও কিন্তু ওজন কমে যেতে পারে। যদি সংক্রমণ লেগেই থাকে তাহলে আগে সতর্ক হন।

6 / 6
Follow Us: