মঙ্গলবার সকালে চোখের জলে বিদায় নিয়েছেন বাপ্পি লাহিড়ি। মাত্র তিন বছর বয়সেই সঙ্গীত জগতে হাতেখড়ি হয় গায়কের।
মা-বাবার সান্নিধ্যে থেকেই সঙ্গীতকলায় হাতেখড়ি ও প্রশিক্ষণ নেন।
সম্পর্কে কিশোরকুমারের ভাগ্না ছিলেন বাপ্পি। তাঁর হাত ধরেই মুম্বই পাড়ি গায়কের।
মাত্র ১৭ বছর বয়সে সংগীত পরিচালক হিসেবে কেরিয়ার শুরু করেন বাপ্পি। তাঁর প্রথম সুপারহিট গান আও তুমহে চাঁদ পে লে যায়ে গেয়েছিলেন লতা মঙ্গেশকর।
অমিতাভ বচ্চন থেকে তাঁর পুত্র অভিষেক বচ্চন সকলের জন্য সুর বেঁধেছেন বাপ্পি।
১৯৮৬ সালে একবছরে ৩৩ টি ছবিতে ১৮০টি গান সুর করেছিলেন বাপ্পি লাহিড়ি, তার এই বেনজির কীর্তির জন্য তাঁর নাম ওঠে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
লতা মঙ্গেশকারের সঙ্গে বহু কাজ করেছেন বাপ্পি। কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন লতা। আর তারপর বাপ্পি লাহিড়ির হঠাৎ মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীতমহল।