TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Dec 17, 2021 | 12:21 PM
বিশ্বের সবথেকে বড় স্তন্যপায়ী জীব হল হাতি। ওজন হতে পারে ৬ টন। পুরুষ হাতি সাধারণত ৩০ থেকে ৪০ বছর বাঁচে। তবে বন্য হাতি বাঁচে ৬০ থেকে ৭০ বছর।
গোটা দুনিয়ায়, দু রকমের হাতি পাওয়া যায়। একটি আফ্রিকান এবং অন্যটি এশিয়ান। কানের আকারগত ফারাকে এই দুই প্রজাতিকে আলাদা করে চেনা যায়।
হাতির শুঁড়ে অন্তত দেড় লাখ পেশীর একক রয়েছে। হাতির শরীরে সবথেকে স্পর্শকাতর অঙ্গ হল এই শুঁড়। হাতির দাঁত আইভরি দিয়ে তৈরি। যা বিশ্ববাজারে চড়া দামে বিক্রি হয়। ২ বছর বয়স থেকে হাতির দাঁত গজাতে শুরু করে আর তারপর আজীবন তা বাড়তে থাকে।
একটি হাতি দিনে ১৫০ কেজি পর্যন্ত খাবার খেতে পারে। শুঁড়ের আওয়াজ, শরীরী ভাষা, স্পর্শ ছাড়াও হাতি কম্পনের মাধ্যমে জ্ঞাপন করতে সক্ষম।
হাতির চামড়া ২.৫ সেন্টিমিটার পর্যন্ত মোটা হয়। ধুলো ও কাদা দিয়ে স্নান করে হাতি নিজের শরীর পরিষ্কার রাখে।
হস্তি শাবক জন্ম নেওয়ার ২০ মিনিটের মধ্যে উঠে দাঁড়াতে পারে এবং ঘণ্টাখানেকের মধ্যেই হাঁটা শুরু করে দেয়।