Urvashi Rautela Viral Pics: নীল মনোকিনিতে উর্বশী রাউটেলার ছবি হল ভাইরাল, তাঁর এমনই আরও কয়েকটি ছবি দেখে নিন এক নজরে…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Feb 28, 2022 | 3:04 PM

Urvashi Rautela Pics: উর্বশী রাউটেলার বেশ কিছু ছবি ভাইরাল (Urvashi Rautela Viral Pics) হয়েছে। সম্প্রতি তাঁকে মালদ্বীপে (Maldives) একটা নীল মনোকিনিতে (Blue Monokini) দেখা যায়।

1 / 6
সম্প্রতি উর্বশী রাউটেলার লং গাউনের ছবি ভাইরাল হয়েছিল। তাঁর সেই ছবি ঘিরে নেটিজেনদের অন্তহীন উৎসাহের ছাপ খুব ভাল ভাবেই দেখা গেছে।

সম্প্রতি উর্বশী রাউটেলার লং গাউনের ছবি ভাইরাল হয়েছিল। তাঁর সেই ছবি ঘিরে নেটিজেনদের অন্তহীন উৎসাহের ছাপ খুব ভাল ভাবেই দেখা গেছে।

2 / 6
হাই থাই স্লিট অ্যানিম্যাল প্রিন্টেড লং ড্রেসে অভিনেত্রী উর্বশী রাউতেলা নেটিজেনদের কাছে নিজের একটা দারুণ সুন্দর দিক তুলে ধরেছেন।

হাই থাই স্লিট অ্যানিম্যাল প্রিন্টেড লং ড্রেসে অভিনেত্রী উর্বশী রাউতেলা নেটিজেনদের কাছে নিজের একটা দারুণ সুন্দর দিক তুলে ধরেছেন।

3 / 6
অ্যানিম্যাল প্রিন্টেড লং ড্রেসে অভিনেত্রী নিজেকে দারুণ আকর্ষণীয় করে তুলে ধরেছেন এর আগেও।

অ্যানিম্যাল প্রিন্টেড লং ড্রেসে অভিনেত্রী নিজেকে দারুণ আকর্ষণীয় করে তুলে ধরেছেন এর আগেও।

4 / 6
সম্প্রতি ছুটি কাটাতে মলদ্বীপে গিয়েছেন উর্বশী রাউতেলা। সেখান থেকে গাঢ় নীল রঙের মনোকিনিতে ছবি শেয়ার করেছেন। সেই ছবিগুলিই এই মুহূর্তে ইন্টারনেটে সেনসেশন তৈরি করেছে।

সম্প্রতি ছুটি কাটাতে মলদ্বীপে গিয়েছেন উর্বশী রাউতেলা। সেখান থেকে গাঢ় নীল রঙের মনোকিনিতে ছবি শেয়ার করেছেন। সেই ছবিগুলিই এই মুহূর্তে ইন্টারনেটে সেনসেশন তৈরি করেছে।

5 / 6
এর আগেও মালদ্বীপের ওয়াটার ভিলায় প্রিন্টেড বিকিনিতে প্রাতঃরাশ করতে দেখা গিয়েছে অভিনেত্রী উর্বশী রাউটেলাকে।

এর আগেও মালদ্বীপের ওয়াটার ভিলায় প্রিন্টেড বিকিনিতে প্রাতঃরাশ করতে দেখা গিয়েছে অভিনেত্রী উর্বশী রাউটেলাকে।

6 / 6
কালো অন্তর্বাসে উর্বশী রাউটেলার ছবির কথা তো অনেকেরই মনে আছে। এই ছবিও দারুণ রকম ভাইরাল হয়েছিল ইন্টারনেট দুনিয়ায়। তথ্যসূত্র: নিউজ১৮

কালো অন্তর্বাসে উর্বশী রাউটেলার ছবির কথা তো অনেকেরই মনে আছে। এই ছবিও দারুণ রকম ভাইরাল হয়েছিল ইন্টারনেট দুনিয়ায়। তথ্যসূত্র: নিউজ১৮

Next Photo Gallery