ফাটা ঠোঁটের যত্নে সবচেয়ে বেশি কার্যকরী দুধ। এর জন্য দুধের সর বা মালাই নিয়ে ঠোঁটের ওপর ম্যাসাজ করে কিছুক্ষণ রেখে দিন, তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে শীতে ঠোঁট কোমল থাকবে।
শীতের রূপচর্চায় সবার প্রথমেই থাকে মধু। ত্বকের পাশাপাশি ঠোঁটকে সুন্দর রাখতেও মধু ব্যবহার করতে পারেন।
নারকেল তেলের উপকারিতা সম্পর্কে কম-বেশি আমরা সকলেই সচেতন। নারকেল তেল ঠোঁটের ওপর প্রয়োগ করলে ঠোঁট তো নরম থাকবেই, তার সঙ্গে ঠোঁটের কালচে দাগ দূর হয়ে যাবে।
অ্যাভোকাডো দিয়ে তৈরি বাটার বা পেস্ট ঠোঁটের জন্য ভীষণ উপকারী। শীতকালে আপনি চাইলে অ্যাভকাডোর পেস্ট ত্বকের ওপর লাগাতে পারেন।
আমন্ড দিয়ে তৈরি তেল ত্বককে ময়েশ্চারাইজ করে। আপনি রাতে ঠোঁটে আমন্ডের তেল ব্যবহার করতে পারেন। এতে ঠান্ডায় আপনার ঠোঁট কোমল থাকবে।