Nail Polish Care: নেল পালিশ খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে? চিন্তা নেই, এই টিপসগুলি মেনে চলুন আর সমস্যার সমাধান পেয়ে যান…

শত চেষ্টা করেও যদি নেল পলিশ নখের উপর না টেকে, তাহলে যেন এত পরিশ্রম এক নিমেষেই বৃথা হয়ে যায়। তবে আর হতাশ হবেন না। ঘরে বসেই কিছু সহজ উপায়ে আপনি আপনার নখে নেল পলিশ দীর্ঘস্থায়ী করতে পারবেন।

| Edited By: | Updated on: Nov 03, 2021 | 10:15 AM
নেল পলিশ লাগানোর আগে নখ ভাল করে পরিষ্কার করুন প্রথমে ভাল করে নখ পরিষ্কার করুন। নখ এবড়ো খেবড়ো এবং অপরিষ্কার থাকলে, নেল পলিশ উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। তাই নেলপালিশ পরার আগে, সর্বদা নখ ভাল করে ফাইল করুন এবং কিউটিকল পরিষ্কার করে নিন। তারপর নেল পলিশ পরুন।

নেল পলিশ লাগানোর আগে নখ ভাল করে পরিষ্কার করুন প্রথমে ভাল করে নখ পরিষ্কার করুন। নখ এবড়ো খেবড়ো এবং অপরিষ্কার থাকলে, নেল পলিশ উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। তাই নেলপালিশ পরার আগে, সর্বদা নখ ভাল করে ফাইল করুন এবং কিউটিকল পরিষ্কার করে নিন। তারপর নেল পলিশ পরুন।

1 / 6
সর্বদা বেস কোট ব্যবহার করুন নেল পলিশ অনেকদিন রাখতে চাইলে, নেলপালিশ পরার আগে সর্বদা বেস কোট লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেস কোট নেল পলিশকে দীর্ঘ সময় নখে ধরে থাকতে সহায়তা করে। তাছাড়া বেস কোট, নখকে সুন্দর এবং রঙিন রাখে।

সর্বদা বেস কোট ব্যবহার করুন নেল পলিশ অনেকদিন রাখতে চাইলে, নেলপালিশ পরার আগে সর্বদা বেস কোট লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেস কোট নেল পলিশকে দীর্ঘ সময় নখে ধরে থাকতে সহায়তা করে। তাছাড়া বেস কোট, নখকে সুন্দর এবং রঙিন রাখে।

2 / 6
টপকোট প্রয়োগ করুন টপকোটের প্রয়োগ, নেল পলিশের যত্নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। নেল পলিশ পরার পর, টপকোটের প্রয়োগ নেল পলিশকে দীর্ঘস্থায়ী এবং উজ্জ্বল করতে সহায়তা করে।

টপকোট প্রয়োগ করুন টপকোটের প্রয়োগ, নেল পলিশের যত্নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। নেল পলিশ পরার পর, টপকোটের প্রয়োগ নেল পলিশকে দীর্ঘস্থায়ী এবং উজ্জ্বল করতে সহায়তা করে।

3 / 6
নখের টিপগুলিতে ভাল করে নেল পলিশ লাগান এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। নেল পলিশ পরার সময় নখের টিপগুলিতে খুব ভাল করে নেল পলিশ লাগান। নখের ধারগুলোতে নেল পলিশ অবশ্যই লাগাবেন। নখের টিপগুলি নেল পলিশ দিয়ে কভার করা থাকলে, নখ থেকে পলিশ সহজেই উঠে যায় না।

নখের টিপগুলিতে ভাল করে নেল পলিশ লাগান এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। নেল পলিশ পরার সময় নখের টিপগুলিতে খুব ভাল করে নেল পলিশ লাগান। নখের ধারগুলোতে নেল পলিশ অবশ্যই লাগাবেন। নখের টিপগুলি নেল পলিশ দিয়ে কভার করা থাকলে, নখ থেকে পলিশ সহজেই উঠে যায় না।

4 / 6
হ্যান্ড ক্রিম ব্যবহার করুন হ্যান্ড ক্রিম সানস্ক্রিনের মতো কাজ করে। দিনে দু'বার হ্যান্ড ক্রিম ব্যবহার করলে, হাত ময়শ্চারাইজড থাকে এবং এটি আপনার নখকেও ঠিক রাখতে সহায়তা করে। তাছাড়া, হ্যান্ড ক্রিম কিউটিকলস-কেও ময়শ্চারাইজড রাখে।

হ্যান্ড ক্রিম ব্যবহার করুন হ্যান্ড ক্রিম সানস্ক্রিনের মতো কাজ করে। দিনে দু'বার হ্যান্ড ক্রিম ব্যবহার করলে, হাত ময়শ্চারাইজড থাকে এবং এটি আপনার নখকেও ঠিক রাখতে সহায়তা করে। তাছাড়া, হ্যান্ড ক্রিম কিউটিকলস-কেও ময়শ্চারাইজড রাখে।

5 / 6
নখ ঘষা কিংবা কামড়ানো একদম নয় দাঁতে নখ কাটা অনেকেরই একটা বড় বদভ্যাস। আবার অনেকেই একটু মানসিক চাপ হলেই, নিজের অজান্তে নখ ঘষাঘষি শুরু করেন। তবে নখ ঘষাঘষি করলে কিংবা কামড়ালে, খুব তাড়াতাড়ি নেল পলিশ উঠে যেতে পারে।

নখ ঘষা কিংবা কামড়ানো একদম নয় দাঁতে নখ কাটা অনেকেরই একটা বড় বদভ্যাস। আবার অনেকেই একটু মানসিক চাপ হলেই, নিজের অজান্তে নখ ঘষাঘষি শুরু করেন। তবে নখ ঘষাঘষি করলে কিংবা কামড়ালে, খুব তাড়াতাড়ি নেল পলিশ উঠে যেতে পারে।

6 / 6
Follow Us: