বরাবরই কলকাতা ভক্ত গায়িকা উষা উত্থুপ। সকলেই তাঁকে ভালবেসে শ্রোদ্ধা করে 'দিদি' বলে ডাকেন। তবে প্রথন থেকেই যে কলকাতার ছবিটা এমন ছিল তা নয়। উষা উত্থুপকেও হতে হয়েছিল কটাক্ষের শিকার।
1 / 6
সম্প্রতি এক সাক্ষাৎকারে ১৯৯৬ সালের এক স্মৃতিতে ভাসলেন গায়িকা। জানালেন, তখন কলকাতার রাতের শহর তখন অন্যরকমের ছিল। তবে দারুণ নাইটক্লাব সিটি। সেখানেই এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।
2 / 6
পরণে ছিল শাড়ি। তিনি হালকা শুনতে পান, আশেপাশে অনেকেই তাঁকে দেখছেন। বলছেন- 'এই আম্মা এখানে কী করছেন? কিন্তু আমি যখন গাইতে শুরু করলাম...।'
3 / 6
ভিড় উপচে পড়ল সেই জায়গায়। তাঁরা সকলেই আমাকে আমার মতো করে গ্রহণ করেছিল সেদিন। এভাবেই বিভিন্ন প্রজন্মের কাছে ছড়িয়ে গিয়েছেন তিনি। তাঁর গান সকলের মনে অনায়াসে জায়গা করে নেয়।
4 / 6
নিজের স্বামীর প্রসঙ্গে এদিন মুখ খোলেন তিনি। জানান, তাঁকে কেরিয়ারে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন, তাঁর পরিবারও প্রথম থেকে ছিলেন তাঁর পাশে।
5 / 6
ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। জানান, 'শিল্পীদের এই একযোগে শান্তির জন্য বার্তা দেওয়া উচিত। গোটা বিশ্বের শিল্পীদের এক হওয়ার সময় এটা।'