AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Usha Uthup: ‘‘আম্মা, এখানে কী করছেন?” রাতের কলকাতার অভিজ্ঞতা কেমন উষা উত্থুপের

Unknow Story: পরণে ছিল শাড়ি। তিনি হালকা শুনতে পান, আশেপাশে অনেকেই তাঁকে দেখছেন।

| Edited By: | Updated on: Jan 16, 2023 | 8:08 PM
Share
বরাবরই কলকাতা ভক্ত গায়িকা উষা উত্থুপ। সকলেই তাঁকে ভালবেসে শ্রোদ্ধা করে 'দিদি' বলে ডাকেন। তবে প্রথন থেকেই যে কলকাতার ছবিটা এমন ছিল তা নয়। উষা উত্থুপকেও হতে হয়েছিল কটাক্ষের শিকার।

বরাবরই কলকাতা ভক্ত গায়িকা উষা উত্থুপ। সকলেই তাঁকে ভালবেসে শ্রোদ্ধা করে 'দিদি' বলে ডাকেন। তবে প্রথন থেকেই যে কলকাতার ছবিটা এমন ছিল তা নয়। উষা উত্থুপকেও হতে হয়েছিল কটাক্ষের শিকার।

1 / 6
সম্প্রতি এক সাক্ষাৎকারে ১৯৯৬ সালের এক স্মৃতিতে ভাসলেন গায়িকা। জানালেন, তখন কলকাতার রাতের শহর তখন অন্যরকমের ছিল। তবে দারুণ নাইটক্লাব সিটি। সেখানেই এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ১৯৯৬ সালের এক স্মৃতিতে ভাসলেন গায়িকা। জানালেন, তখন কলকাতার রাতের শহর তখন অন্যরকমের ছিল। তবে দারুণ নাইটক্লাব সিটি। সেখানেই এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।

2 / 6
পরণে ছিল শাড়ি। তিনি হালকা শুনতে পান, আশেপাশে অনেকেই তাঁকে দেখছেন। বলছেন- 'এই আম্মা এখানে কী করছেন? কিন্তু আমি যখন গাইতে শুরু করলাম...।'

পরণে ছিল শাড়ি। তিনি হালকা শুনতে পান, আশেপাশে অনেকেই তাঁকে দেখছেন। বলছেন- 'এই আম্মা এখানে কী করছেন? কিন্তু আমি যখন গাইতে শুরু করলাম...।'

3 / 6
ভিড় উপচে পড়ল সেই জায়গায়। তাঁরা সকলেই আমাকে আমার মতো করে গ্রহণ করেছিল সেদিন। এভাবেই বিভিন্ন প্রজন্মের কাছে ছড়িয়ে গিয়েছেন তিনি। তাঁর গান সকলের মনে অনায়াসে জায়গা করে নেয়।

ভিড় উপচে পড়ল সেই জায়গায়। তাঁরা সকলেই আমাকে আমার মতো করে গ্রহণ করেছিল সেদিন। এভাবেই বিভিন্ন প্রজন্মের কাছে ছড়িয়ে গিয়েছেন তিনি। তাঁর গান সকলের মনে অনায়াসে জায়গা করে নেয়।

4 / 6
নিজের স্বামীর প্রসঙ্গে এদিন মুখ খোলেন তিনি। জানান, তাঁকে কেরিয়ারে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন, তাঁর পরিবারও প্রথম থেকে ছিলেন তাঁর পাশে।

নিজের স্বামীর প্রসঙ্গে এদিন মুখ খোলেন তিনি। জানান, তাঁকে কেরিয়ারে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন, তাঁর পরিবারও প্রথম থেকে ছিলেন তাঁর পাশে।

5 / 6
ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। জানান, 'শিল্পীদের এই একযোগে শান্তির জন্য বার্তা দেওয়া উচিত। গোটা বিশ্বের শিল্পীদের এক হওয়ার সময় এটা।'

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। জানান, 'শিল্পীদের এই একযোগে শান্তির জন্য বার্তা দেওয়া উচিত। গোটা বিশ্বের শিল্পীদের এক হওয়ার সময় এটা।'

6 / 6