FIFA World Cup 2022: মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে এবার ‘বিকিনি গার্ল’

কাতার বিশ্বকাপের নকআউট পর্বে নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে নামছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাঁর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন জানিয়ে বিকিনি গার্লের' এই সব উষ্ণ ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

| Edited By: | Updated on: Dec 03, 2022 | 8:30 AM
কাতার বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন জানাতে এবার অন্যরকম পন্থা অবলম্বন করলেন টেনিস প্লেয়ার। বিকিনি পরে প্রিয় দলকে সমর্থন জানালেন। তাঁর এই অভিনব সমর্থনের পন্থায় সরগরম নেটপাড়া। ছবি: ইনস্টাগ্রাম

কাতার বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন জানাতে এবার অন্যরকম পন্থা অবলম্বন করলেন টেনিস প্লেয়ার। বিকিনি পরে প্রিয় দলকে সমর্থন জানালেন। তাঁর এই অভিনব সমর্থনের পন্থায় সরগরম নেটপাড়া। ছবি: ইনস্টাগ্রাম

1 / 5
রাচেল স্টুলমান। টেনিস জগতে বিখ্যাত তাঁর সৌন্দর্য ও ফিটনেসের জন্য। কাতারে যেতে না পারলেও দেশে থেকেই তাঁর দল মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন জানালেন 'বিকিনি' পরা ছবির মাধ্যমে।  ছবি: ইনস্টাগ্রাম

রাচেল স্টুলমান। টেনিস জগতে বিখ্যাত তাঁর সৌন্দর্য ও ফিটনেসের জন্য। কাতারে যেতে না পারলেও দেশে থেকেই তাঁর দল মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন জানালেন 'বিকিনি' পরা ছবির মাধ্যমে। ছবি: ইনস্টাগ্রাম

2 / 5
রাচেল নিজের ইনস্টাগ্রামে 'মার্কিন যুক্তরাষ্ট্রের' অন্তর্বাসে ছবি পোস্ট করেছেন। আজ মার্কিন যুক্তরাষ্ট্র নকআউটের ম্যাচে নামছে। ডাচদের বিরুদ্ধে ম্যাচে সমর্থন জানিয়ে এই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। ছবি: ইনস্টাগ্রাম

রাচেল নিজের ইনস্টাগ্রামে 'মার্কিন যুক্তরাষ্ট্রের' অন্তর্বাসে ছবি পোস্ট করেছেন। আজ মার্কিন যুক্তরাষ্ট্র নকআউটের ম্যাচে নামছে। ডাচদের বিরুদ্ধে ম্যাচে সমর্থন জানিয়ে এই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। ছবি: ইনস্টাগ্রাম

3 / 5
'বিকিনি গার্লের' এই সব উষ্ণ ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাঁর এই অভিনব সমর্থন নজর কাড়ছে নেটিজেনদের। রাচেলের এই সব 'দুষ্টু' ছবিতে কমেন্টের ঝড়। ছবি: ইনস্টাগ্রাম

'বিকিনি গার্লের' এই সব উষ্ণ ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাঁর এই অভিনব সমর্থন নজর কাড়ছে নেটিজেনদের। রাচেলের এই সব 'দুষ্টু' ছবিতে কমেন্টের ঝড়। ছবি: ইনস্টাগ্রাম

4 / 5
এর আগে গল্ফ কুইন পেজ স্পিনান্যাক গল্ফ জার্সিতে মাতিয়েছিলেন দর্শক হৃদয়। আর এ বার বুকের মাঝে দেশ কে নিয়ে কাঁপিয়ে দিলেন রাচেল। ছবি: ইনস্টাগ্রাম

এর আগে গল্ফ কুইন পেজ স্পিনান্যাক গল্ফ জার্সিতে মাতিয়েছিলেন দর্শক হৃদয়। আর এ বার বুকের মাঝে দেশ কে নিয়ে কাঁপিয়ে দিলেন রাচেল। ছবি: ইনস্টাগ্রাম

5 / 5
Follow Us: