Vaastu Tips: অবসাদের বিছানাই ডেকে আনে বিচ্ছেদ, সুখ ফেরাতে চাইলে মানতে হবে এই নিয়ম

Jan 17, 2025 | 8:18 PM

Vaastu Tips: সুখ যে গুরুত্বপূর্ণ তা মেনে নেয় জ্যোতিষশাস্ত্রও। জ্যোতিষশাস্ত্র মতেও রয়েছে বিছানার গুরুত্ব। জ্যোতিষমতে, নবগ্রহের মধ্যে শুক্রের আধিপত্য বা প্রতীক হল আপনার ঘরের মাস্টার বেড রুম।

1 / 8
যত দিন যাচ্ছে, ততই যেন পাতলা হয়ে যাচ্ছে দাম্পত্য জীবনের সুতোটা। চারিদিকে শুধুই ভাঙনের খবর। বিয়ে হওয়ার বছর ২-৩ ভেঙে যাচ্ছে একের পর এক বিয়ে। আআর ১০-১৫ বছরের বৈবাহিক সম্পর্ক ভেঙে যাচ্ছে অনেক সময়। হাজার চেষ্টা করেও সেই সম্পর্ক জোড়া লাগাতে পারছেন না।

যত দিন যাচ্ছে, ততই যেন পাতলা হয়ে যাচ্ছে দাম্পত্য জীবনের সুতোটা। চারিদিকে শুধুই ভাঙনের খবর। বিয়ে হওয়ার বছর ২-৩ ভেঙে যাচ্ছে একের পর এক বিয়ে। আআর ১০-১৫ বছরের বৈবাহিক সম্পর্ক ভেঙে যাচ্ছে অনেক সময়। হাজার চেষ্টা করেও সেই সম্পর্ক জোড়া লাগাতে পারছেন না।

2 / 8
অনেকে বলেন বৈবাহিক জীবনে অন্য়তম সুখ লুকিয়ে রয়েছে বিছানার মধ্যেই। মনের মিলনের পাশাপাশি শারীরিক সুখও একটি সম্পর্ককে টিকিয়ে রাখতে সাহায্য করে। সম্প্রতি যা বারবার উঠে এসেছে একাধিক বলিউড সিনেমাতেও। জগতের এই আদিম নিয়মকে কখনও অস্বীকার করা যায় না।

অনেকে বলেন বৈবাহিক জীবনে অন্য়তম সুখ লুকিয়ে রয়েছে বিছানার মধ্যেই। মনের মিলনের পাশাপাশি শারীরিক সুখও একটি সম্পর্ককে টিকিয়ে রাখতে সাহায্য করে। সম্প্রতি যা বারবার উঠে এসেছে একাধিক বলিউড সিনেমাতেও। জগতের এই আদিম নিয়মকে কখনও অস্বীকার করা যায় না।

3 / 8
শারীরিক সুখ যে গুরুত্বপূর্ণ তা মেনে নেয় জ্যোতিষশাস্ত্রও। জ্যোতিষশাস্ত্র মতেও রয়েছে বিছানার গুরুত্ব। জ্যোতিষমতে, নবগ্রহের মধ্যে শুক্রের আধিপত্য বা প্রতীক হল আপনার ঘরের মাস্টার বেড রুম। তাই শয়নকক্ষ এমনভাবে তৈরি করা উচিত , যার প্রভাব আছড়ে পড়ে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে। পরস্পরের মধ্যে সম্প্রীতি, ভালবাসা বজায় থাকে।

শারীরিক সুখ যে গুরুত্বপূর্ণ তা মেনে নেয় জ্যোতিষশাস্ত্রও। জ্যোতিষশাস্ত্র মতেও রয়েছে বিছানার গুরুত্ব। জ্যোতিষমতে, নবগ্রহের মধ্যে শুক্রের আধিপত্য বা প্রতীক হল আপনার ঘরের মাস্টার বেড রুম। তাই শয়নকক্ষ এমনভাবে তৈরি করা উচিত , যার প্রভাব আছড়ে পড়ে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে। পরস্পরের মধ্যে সম্প্রীতি, ভালবাসা বজায় থাকে।

4 / 8
উল্টোদিকে বেডরুমের বাস্তুদোষের কারণে বিবাহিত জীবন ছাড়খার হতে পারে। স্বামী-স্ত্রীর উপর যদি শনি, রাহুর মহাদশা ও অন্তর্দশা প্রভৃতি অশুভ গ্রহের প্রভাব পড়ে, তাহলে সেই বিচ্ছেদ আটকানো অসম্ভব।

উল্টোদিকে বেডরুমের বাস্তুদোষের কারণে বিবাহিত জীবন ছাড়খার হতে পারে। স্বামী-স্ত্রীর উপর যদি শনি, রাহুর মহাদশা ও অন্তর্দশা প্রভৃতি অশুভ গ্রহের প্রভাব পড়ে, তাহলে সেই বিচ্ছেদ আটকানো অসম্ভব।

5 / 8
স্বামী-স্ত্রীর মধ্যে টানাপোড়েনের ক্ষেত্রে গ্রহের অবস্থার প্রতিকারের সঙ্গে বেডরুমের বাস্তু দোষ দূর করা উচিত। চিনা বাস্তুশাস্ত্র ফেং শুই মতে, বেডরুম সাজানোর সময় এই কটি জিনিস মাথায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বামী-স্ত্রীর মধ্যে টানাপোড়েনের ক্ষেত্রে গ্রহের অবস্থার প্রতিকারের সঙ্গে বেডরুমের বাস্তু দোষ দূর করা উচিত। চিনা বাস্তুশাস্ত্র ফেং শুই মতে, বেডরুম সাজানোর সময় এই কটি জিনিস মাথায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

6 / 8
ফেং শুই মতে শোওয়ার ঘরে কম্পিউটার ও টিভি থাকা উচিত নয়। ব্যবসা বা অফিসের সঙ্গে সম্পর্কিত কোনও জিনিস বেডরুমে রাখা উচিত নয়। তাতে দাম্পত্য জীবনের সুখী মুহূর্ত বাধাগ্রস্ত হয়।

ফেং শুই মতে শোওয়ার ঘরে কম্পিউটার ও টিভি থাকা উচিত নয়। ব্যবসা বা অফিসের সঙ্গে সম্পর্কিত কোনও জিনিস বেডরুমে রাখা উচিত নয়। তাতে দাম্পত্য জীবনের সুখী মুহূর্ত বাধাগ্রস্ত হয়।

7 / 8
বেডরুমে হিংসাত্মক বা যুদ্ধের কোনও ছবি রাখবেন না, তাতে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি করে। নেতিবাচক শক্তি তৈরি হয়। বেডরুমে প্রেম, শান্তি, দয়া ও সহানুভূতি দেখানো ছবি রাখা গুরুত্বপূর্ণ। স্বামী-স্ত্রীর হাসির যৌথ ছবি রাখলে সম্পর্কে মিষ্টতা বজায় থাকে।

বেডরুমে হিংসাত্মক বা যুদ্ধের কোনও ছবি রাখবেন না, তাতে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি করে। নেতিবাচক শক্তি তৈরি হয়। বেডরুমে প্রেম, শান্তি, দয়া ও সহানুভূতি দেখানো ছবি রাখা গুরুত্বপূর্ণ। স্বামী-স্ত্রীর হাসির যৌথ ছবি রাখলে সম্পর্কে মিষ্টতা বজায় থাকে।

8 / 8
বেডরুমে, একটি ডাবল বিছানায় দুটি পৃথক গদির পরিবর্তে একটি গোটা গদি ব্যবহার করা উচিত। স্বামী-স্ত্রীর মধ্যে বিভেদ ও উত্তেজনা দূর করে। দুটি পৃথক গদি থাকার কারণে সম্পর্কের ফাটল দেখা যায়।

বেডরুমে, একটি ডাবল বিছানায় দুটি পৃথক গদির পরিবর্তে একটি গোটা গদি ব্যবহার করা উচিত। স্বামী-স্ত্রীর মধ্যে বিভেদ ও উত্তেজনা দূর করে। দুটি পৃথক গদি থাকার কারণে সম্পর্কের ফাটল দেখা যায়।

Next Photo Gallery