Valentine’s Day Special: জমজমাট ভ্যালেন্টাইন উইক! পার্টনারের মন জিততে বাড়িতেই বানান এই সহজ ও মনকাড়া মকটেল
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Feb 09, 2022 | 9:11 AM
রোজ ডে থেকে শুরু করে ভ্যালেন্টাইন ডে পর্যন্ত, পার্টনারকে বিশেষ অনুভূতি দেওয়ার জন্য অনেকে নানারকম উপায় বের করেন। একতার বন্ধনকে মূল্য দিতে নানা রকম পরিকল্পনা করা হয়।
1 / 9
উষ্ণতা ও আনন্দের সঙ্গে প্রেমের উত্সব উদযাপনের সময় এখন। রোজ ডে থেকে শুরু করে ভ্যালেন্টাইন ডে পর্যন্ত, পার্টনারকে বিশেষ অনুভূতি দেওয়ার জন্য অনেকে নানারকম উপায় বের করেন। একতার বন্ধনকে মূল্য দিতে নানা রকম পরিকল্পনা করা হয়। আর সেই পরিকল্পনার শুরুই হয় পানীয়ের গ্লাসে চুমুক দিতে দিতে।
2 / 9
সঙ্গীর সঙ্গে নিজেকে একাত্ম করতে স্বর্গীয় স্বাদের পানীয় আনতে পারে অপার সুখ। কোনও রেস্তোরাঁতে নয়, বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারবেন এই মজাদার মকটেলগুলি।
3 / 9
মেড ফর ইচ আদার- ভদকাযুক্ত ককটেলটিতে তুলসীর সঙ্গে এক পাঞ্চ ট্রবেরি যোগ করা থাকে। শ্যাম্পেনের গ্লাসে বরফের গুঁড়ো দিয়ে একটি লেয়ার করুন। এরপর ভদকা ও লেমনেড মিশিয়ে প্রিয়জনের মনকে তাজা করুন। তাজা স্ট্রবেরির স্লাইস দিয়ে সাজাতে পারেন।
4 / 9
ভ্যালেন্সিয়া ফিজ- মন ও শরীরকে তাজা করতে নির্দিষ্ট মকটেল পছন্দ করার কারণ রয়েছে। ভ্যালেন্সিয়া ফিজ তাকে কমলালেবু, বরফচূর্ণ, সোডা। প্রেমের সপ্তাহে সঙ্গীকে রোম্যান্টিক মুডে পেতে এই পানীয় দুর্দান্ত।
5 / 9
নিউট্রিবুস্ট স্মুদি- মকটেলেও রয়েছে স্বাস্থ্যকর উপাদান। খেজুর, কলা এবং বাদাম দুধের সমৃদ্ধিতে ভরা এই স্বাস্থ্যকর মকটেলটি মাত্র পাঁচ মিনিটের মধ্যে তৈরি করতে পারবেন।
6 / 9
রোজ আরাক মাস্তানি- দুধ, চিনি, গোলাপের শরবত, গোলাপের পাপড়ি, আইসক্রিম, আরাক দিয়ে তৈরি এই মকটেলটি ভ্যালেন্টাইন উইকের জন্য পারফেক্ট।
7 / 9
কিউই মার্গারিটা- প্রেমের সপ্তাহে আলাদা মজা আনতে কমলালেবু, বরফচূর্ণ, চিনি ও তাজা কিউই দিয়ে তৈরি করুন এই সুস্বাদু ও অসাধারণ স্বাদের মকটেলটি।
8 / 9
তরমুজ এবং ড্রাই ফ্রুট পাঞ্চ- ড্রাই ফ্রুটসের ট্যুইস্ট পেটে ফ্রুটি ড্রিংক তৈরি করুন। তরমুজ ও শুকনো ফল দিয়ে তৈরি এই রিফ্রেসিং পানীয়টি মন ও শরীরকে শান্ত রাখবে। যে কোনও পার্টিতে তো বটেই, ভ্যালেন্টাইন উইকের জন্য পারফেক্ট মকটেল।
9 / 9
মোচা কাজু বাটার- হার্ডকোর কফি প্রেমীদের সেরা পানীয়। বিলাসী ও ভারী ধরনের পানীয়গুলির মধ্যে এটি অন্যতম। কাজু, মাখন, কফির গুঁড়ো, চকোলেট চিপস দিয়ে তৈরি এই মকটেলটি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন।