AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Photo Gallery: লাল-নীল-সবুজের মেলা রে… ৪০০-র বেশি প্রজাতির প্রজাপতিতে বক্সা যেন স্বর্গরাজ্য!

Buxa: বড়দিনে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া প্রজাপতি পার্কে প্রজাপতির মেলা বসেছে।

| Edited By: | Updated on: Dec 25, 2021 | 10:08 PM
Share
আলিপুরদুয়ার: বক্সারে প্রজাপতির মেলা! বড়দিনে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া প্রজাপতি পার্কে কার্যত প্রজাপতির মেলা বসেছে। নানা রংয়ে রাঙা পাখনায়  উড়ে বেড়াচ্ছে প্রজাপতি। যেন পরির দেশ! জয়ন্তীতেও মিলছে হরেকরকম প্রজাপতি। জাঁকিয়ে শীত পড়লেও ১ মাসে গড়ে দিনে প্রায় ৫০ টি পৃথক প্রজাতির প্রজাপতির দেখা মিলছে এই পার্কে!

আলিপুরদুয়ার: বক্সারে প্রজাপতির মেলা! বড়দিনে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া প্রজাপতি পার্কে কার্যত প্রজাপতির মেলা বসেছে। নানা রংয়ে রাঙা পাখনায় উড়ে বেড়াচ্ছে প্রজাপতি। যেন পরির দেশ! জয়ন্তীতেও মিলছে হরেকরকম প্রজাপতি। জাঁকিয়ে শীত পড়লেও ১ মাসে গড়ে দিনে প্রায় ৫০ টি পৃথক প্রজাতির প্রজাপতির দেখা মিলছে এই পার্কে!

1 / 6
গত একমাসে পর্যটকদের একটি বড় অংশ পার্কে এসেছেন। অনেকেই অভিভূত হয়েছেন পার্কে নানা রংয়ের  প্রজাপতি দেখে। উল্লেখ্য, বক্সা ব্যাঘ্র প্রকল্পকে প্রজাপতির স্বর্গোদ্যান বলে থাকেন প্রকৃতিপ্রেমীরা। শনিবার পর্যন্ত বন দফতরের রেকর্ডেই প্রায় ৪০০-র বেশি প্রজাতির প্রজাপতির অস্তিত্ব ধরা পরেছে বাঘ বনের ভিতরে। প্রকাশিত হয়েছে বই।

গত একমাসে পর্যটকদের একটি বড় অংশ পার্কে এসেছেন। অনেকেই অভিভূত হয়েছেন পার্কে নানা রংয়ের প্রজাপতি দেখে। উল্লেখ্য, বক্সা ব্যাঘ্র প্রকল্পকে প্রজাপতির স্বর্গোদ্যান বলে থাকেন প্রকৃতিপ্রেমীরা। শনিবার পর্যন্ত বন দফতরের রেকর্ডেই প্রায় ৪০০-র বেশি প্রজাতির প্রজাপতির অস্তিত্ব ধরা পরেছে বাঘ বনের ভিতরে। প্রকাশিত হয়েছে বই।

2 / 6
আবার অভায়রণ্যের ভিতরে প্রজাপতিদের আতুর ঘর বলে চিহ্নিত "রাজাভাতখাওয়া বাটারফ্লাই পার্কে " ধরা পড়েছে ১২৬ প্রজাতির প্রজাপতি। বন দফতরের প্রত্যক্ষ সহযোগিতায় ২০১৭ সালে তৈরি হয় এই পার্কটি। আপাতত নেচার মেটস নেচার ক্লাব এই মুহূর্তে উত্তরবঙ্গে ৩টি প্রজাপতি পার্ক সক্রিয় রেখেছে। বাকি দুটি রয়েছে গরুমারার রামসাই ও রায়গঞ্জের কুলিকে।

আবার অভায়রণ্যের ভিতরে প্রজাপতিদের আতুর ঘর বলে চিহ্নিত "রাজাভাতখাওয়া বাটারফ্লাই পার্কে " ধরা পড়েছে ১২৬ প্রজাতির প্রজাপতি। বন দফতরের প্রত্যক্ষ সহযোগিতায় ২০১৭ সালে তৈরি হয় এই পার্কটি। আপাতত নেচার মেটস নেচার ক্লাব এই মুহূর্তে উত্তরবঙ্গে ৩টি প্রজাপতি পার্ক সক্রিয় রেখেছে। বাকি দুটি রয়েছে গরুমারার রামসাই ও রায়গঞ্জের কুলিকে।

3 / 6
নেচার মেটস সূত্রে জানা যায়, প্রজাপতি সম্পর্কে অনেকেই অবগত নন। তবে প্রজাপতি পার্কে এলে মানুষ প্রজাপতিকে ভালভাসতে বাধ্য হবেন।পার্কে এসে প্রজাপতিদের সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে যাচ্ছেন অনেকেই। জীব বৈচিত্র্য সংরক্ষণে একটি বড় ভূমিকা থাকছে এই পার্কের।

নেচার মেটস সূত্রে জানা যায়, প্রজাপতি সম্পর্কে অনেকেই অবগত নন। তবে প্রজাপতি পার্কে এলে মানুষ প্রজাপতিকে ভালভাসতে বাধ্য হবেন।পার্কে এসে প্রজাপতিদের সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে যাচ্ছেন অনেকেই। জীব বৈচিত্র্য সংরক্ষণে একটি বড় ভূমিকা থাকছে এই পার্কের।

4 / 6
ব্লু টাইগার,কমন ক্রো, স্ট্রাইপ টাইগার, গ্রেট এগফ্রাই, কমন বার্ড উইং, গ্রে প্যাঞ্জি, পিকক প্যাঞ্জি, চকোলেট ডেমন-দের ছোট্ট পার্কে একঘণ্টা ঘুরলেই খুঁজে পাওয়া যাচ্ছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা পরভীন রাজাভাতখাওয়াতে প্রজাপতি পার্কে ১২৬ ধরনের প্রজাপতির দেখা মিলছে।

ব্লু টাইগার,কমন ক্রো, স্ট্রাইপ টাইগার, গ্রেট এগফ্রাই, কমন বার্ড উইং, গ্রে প্যাঞ্জি, পিকক প্যাঞ্জি, চকোলেট ডেমন-দের ছোট্ট পার্কে একঘণ্টা ঘুরলেই খুঁজে পাওয়া যাচ্ছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা পরভীন রাজাভাতখাওয়াতে প্রজাপতি পার্কে ১২৬ ধরনের প্রজাপতির দেখা মিলছে।

5 / 6
বক্সা ব্যাঘ্র প্রকল্পের মোট প্রজাপতির বৈচিত্রের অন্তত ১০ শতাংশ পার্কে এলেই দেখা যায়। গত ৪ বছরে একটানা পার্কে প্রচুর হোস্ট প্ল্যান্ট,নেকটর প্ল্যান্ট লাগানো হয়েছে। যার মধ্যে রয়েছে লেবু, কদম, মুসান্ডা, কারিপাতা, অতশী, এলমেন্ডা, কুফিয়া, রঙ্গন,পাউডার পাফের মত গাছ। তাই স্বাভাবিক ভাবেই বাড়ছে বাহারি পতঙ্গের বৈচিত্র্য।

বক্সা ব্যাঘ্র প্রকল্পের মোট প্রজাপতির বৈচিত্রের অন্তত ১০ শতাংশ পার্কে এলেই দেখা যায়। গত ৪ বছরে একটানা পার্কে প্রচুর হোস্ট প্ল্যান্ট,নেকটর প্ল্যান্ট লাগানো হয়েছে। যার মধ্যে রয়েছে লেবু, কদম, মুসান্ডা, কারিপাতা, অতশী, এলমেন্ডা, কুফিয়া, রঙ্গন,পাউডার পাফের মত গাছ। তাই স্বাভাবিক ভাবেই বাড়ছে বাহারি পতঙ্গের বৈচিত্র্য।

6 / 6