Venus Williams: আসন্ন ইউএস ওপেনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেলেন ভেনাস উইলিয়ামস
চলতি বছরের ইউএস ওপেনে দেখা যাবে ভেনাস উইলিয়ামসকে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, ওয়াইল্ড কার্ড এন্ট্রি পাচ্ছেন সেরেনার দিদি। চোটের কারণে গত বছরের ইউএস ওপেনে অংশ নিতে পারেননি ২০০০ ও ২০০১ সালে ইউএস ওপেন সিঙ্গলস চ্যাম্পিয়ন। দীর্ঘ ১ বছরের কোর্ট থেকে দূরে থাকার পর, চলতি বছরের উইম্বলডনে মিক্সড ডাবলসে ফিরেছিলেন ভেনাস। তারপর তিনি সিটি ওপেন, কানাডিয়ান ওপেন এবং এই সপ্তাহে সিনসিনাটি মাস্টার্সে খেলেছেন। কামব্যাকের পর সিঙ্গলসে এখনও জিততে পারেননি তিনি।

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5

হতে পারে আর্থিক ক্ষতি? বলে দেবে লাল না কালো, তুলসী গাছে কোন পিঁপড়ের বাস?

অর্থকষ্ট দূর করতে রান্নাঘরে রাতে রাখুন এই একটি জিনিস

পুজোর মাঝে হঠাৎ নিভল প্রদীপ? এমন ঘটনা দিচ্ছে শুভ না অশুভের ইঙ্গিত?

নুন ছাড়া খাবারে স্বাদ মেলা ভার, রোজ কতটা লবণ খাওয়া উচিত জানেন?

প্রত্যেক সপ্তাহে করতে হবে এই কাজ, UPI লেনদেন নিয়ে বড় নির্দেশ দিল NPCI

সানস্ক্রিন তো মাখছেন, সঠিক উপায় জানা আছে?